Avoya Camp:অভয়ার 33 তম জন্মদিনে 33 জনের অনশন মেদিনী পুরে!হেলথ ক্যাম্পের সঙ্গে বিলি করা হলো অভয়ার পছন্দের ফুলের চারা গাছ

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

মেদিনীপুরে ৩৩ তম অভয়ার জন্ম দিবস পালন করল অভয়া মঞ্চ।পাশাপাশি ফ্রিতে হেলথ ক্যাম্প এর সুবিধা এবং অভয়ার পছন্দের ফুলের চারা গাছ বিলি করলো তারা। তাদের দাবি আদালতের রায়ে তারা খুশি নয়,এর সঙ্গে একাধিক মানুষ জড়িত,তাদের বিচার চায়।

আরজিকরের ঘটনা এখনো কোর্টের লড়াই চলছে জোর কদমে, যদিও এই ঘটনায় ইতিমধ্যে অভিযুক্ত সঞ্জয়ের সাজা ঘোষণা করেছে আদালত।তবে সেই বিচারে সন্তুষ্ট নয় নির্যাতিতার পরিবার ও তার আত্মীয়-স্বজনেরা।এরই সঙ্গে নির্যাতিতার হয়ে লড়াই করা অভয়া মঞ্চ এই আদালতের রায়ে খুশি নন।তারা এই রায়ের সঙ্গে দাবি করেন অবিলম্বে বাকি দোষীদেরও শাস্তি দিতে হবে। যেই ঘটনায় চলছে কোর্টে সওয়াল জবাব।তবে এবার মেদিনীপুরে এই অভয়া মঞ্চ থেকে প্রতীকী অনশনে সামিল হল পড়ুয়া শিক্ষক সহ সমাজের তেত্রিশ জন।এই অভয়া মঞ্চের দাবি আজ ৯ই ফেব্রুয়ারি অভয়ার জন্ম দিবস এর ৩৩ তম দিন।আর সেই অভয়ার স্মরণে অনশনে শামিল হয়েছে তারা।পাশাপাশি গরিব মানুষদের জন্য স্বাস্থ্য ও মেডিকেল ক্যাম্প করা হয়েছে।যাতে বিনে পয়সায় মানুষ ট্রিটমেন্টের পাশাপাশি ফ্রিতে ওষুধ পাচ্ছেন এই ক্যাম্প থেকে।

এরই সঙ্গে এই জুনিয়র ডাক্তারের পছন্দের ছিল বিশেষ ফুলের বাগান।তাই এই পছন্দের ফুলের বাগানের ফুলের চারা গাছ বিলি করলো এই অভয়া মঞ্চ।এদিন এই হেলথ ক্যাম্প এবং মঞ্চের পাশাপাশি কয়েক হাজার ফুলের চারা গাছ বিলি করা হয় সাধারণ মানুষের উদ্দেশ্যে।আর সেই চারা গাছ নিতে রীতিমতো ভিড় জমান মেদিনীপুরের মানুষজন।

অভয়া মঞ্চের সদস্যা মধুমিতা ভুঁইয়ার দাবি,” আদালত যে রায় দিয়েছে তাতে আমরা খুশি নই।আমাদের অভিযোগ ছিল এই ঘটনায় জড়িত রয়েছে একজন নয় একাধিক মানুষ।কিন্তু সেই রাঘব বোয়ালরা আইনের ফাঁক ফোকরে পার পেয়ে গিয়েছে,সাজা পেয়েছে একজন।তাই আমরা সেই বাকিদের শাস্তির দাবিতে এই অনশন মঞ্চে শামিল হয়েছি।পাশাপাশি আমাদের এই জুনিয়র ডাক্তারের পছন্দের ছিল ফুলের বাগান।সেই সাজাতে ভালোবাসতো সেইসঙ্গে মানুষের ট্রিটমেন্ট করে খুশি হতো।তাই তার পছন্দের ফুলের চারা গাছ আমরা এই মঞ্চ থেকে বিলি করলাম।সেই সঙ্গে ফ্রিতে স্বাস্থ্য ক্যাম্পের সুবিধা দিলাম সাধারণ মানুষদের।আমাদের এই অনশন চলবে সন্ধেবেলা পর্যন্ত।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in