নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে শনিবার ও রবিবার এই দুইদিন ধরে জেলা সাংস্কৃতিক ও যুক্তিবাদী কর্মশালা।এই কর্মশালা অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরে লোধা স্মৃতি ভবনে।জেলার বিভিন্ন বিজ্ঞান কেন্দ্র থেকে ৬০ জন প্রতিনিধি গান,কোরিওগ্রাফি ও যুক্তিবাদী বিষয়ে প্রশিক্ষণ নিলেন।এই মঞ্চ থেকে।কর্মশালার উদ্বোধন করেন রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্যা রত্না রায়।
মূলত এই অনুষ্ঠানে রাজ্যের থেকে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন নীলু মহাপাত্র,তাপস রায়,রত্না রায়,পাপড়ি রায় ও নকুল ঘাঁটি।কর্মশালা শেষে বিজ্ঞান মানসিকতা ও মেধা অভীক্ষা -২০২৩ এর পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানে কর্মশালার প্রত্যেকটি বিষয় প্রতিনিধিরা মঞ্চস্থ করেন।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সংগঠনের সাধারণ সম্পাদক ড.প্রদীপ মহাপাত্র।তিনি তাঁর বক্ত্যব্যে শিক্ষক,অভিভাবক ও ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, বিজ্ঞান চেতনা প্রসার ঘটাতে অপবিজ্ঞানের বিরুদ্ধে, বিজ্ঞানের জয়যাত্রার কথা সাধারণের মধ্যে পৌঁছাতে হলে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।বিজ্ঞানীদের আবিষ্কারের কথা ছোটো ছোটো গল্পের মাধ্যমে তিনি তুলে ধরেন।এই প্রসঙ্গে তিনি আরো জানান,সারা ভারত বিজ্ঞান চেতনা প্রসার অভিযান উপলক্ষ্যে সারা রাজ্য ব্যাপী পাঁচটি র্যালি জানুয়ারি মাস জুড়ে প্রত্যেকটি বিজ্ঞান কেন্দ্রে বিভিন্ন কর্মসূচি করবে।
জেলা সংগঠনের সম্পাদক ড. সুধাপদ বসু সংগঠনের কর্মকাণ্ড নিয়ে ও প্রত্যেকটি বিজ্ঞান কেন্দ্রে সাংস্কৃতিক ও যুক্তবাদী টীম গঠনের কথা বলেন।তার বক্তব্য সারা বছর ধরে বিদ্যালয়ে বিদ্যালয়ে অন্ধকুসংস্কার বিরোধী অনুষ্ঠান ও বিজ্ঞান মানসিকতার বিকাশের অনুষ্ঠান করবে।অনুষ্ঠানের সভাপতি ড. কালীপদ প্রধান,কার্যকরী সভাপতি ড. দিলীপ চক্রবর্তী,সহ সম্পাদক ও সাংস্কৃতিক উপসমিতির আহ্বায়ক ড.বাবুলাল শাসমল, অভীক্ষা নিয়ামক অধ্যাপক ড.সুজাতা মাইতি,সহ সম্পাদক ও অভীক্ষা উপসমিতির আহ্বায়ক কার্তিক চক্রবর্তী , অফিস সম্পাদক ড.বিভাস চন্দ্র পান্ডা ও জেলার সম্পাদক মণ্ডলীর সদস্যবৃন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ দুদিনের গোটা কর্মসূচি সুচারু ভাবে পরিচালনা করেন।অনুষ্ঠানে মেধা অভীক্ষায় উল্লেখ্যযোগ্য ফলাফলের অধিকারী দ্বিতীয় থেকে দশম শ্রেণির ৪৯ জন ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয় সেইসাথে ৪২ হাজার টাকা অর্থ বৃত্তি প্রদান করা হয়।