Medinipur Byelection: প্রচারে শেষদিনে বেগ তুলছেন প্রার্থীরা! কেউ হুডখোলা জিপে তো কেউ স্কুটিতে,আবার কেউ টোটোতে করে প্রচার

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

রাজনৈতিক প্রচার জোর কদমে চলছে মেদিনীপুর বিধানসভা জুড়ে।কেউ হুডখোলা জিপ তো কেউ টোটো, আবার কেউবা নিজের স্কুটিতে করে বাইক রালি নিয়ে এলাকায় এলাকায় প্রচার চালাচ্ছেন। বিজেপি তৃণমূল এবং কংগ্রেস প্রার্থীর সঙ্গে সিপিএম প্রার্থী দাবি করেছেন তারাই জিতবেন এবারের উপ-নির্বাচনে।

হাতে মাত্র গোনা কয়েকটা দিন এরপরই উপনির্বাচন হবে মেদিনীপুর বিধানসভার। এই উপনির্বাচন ঘিরে এখন রাজনৈতিক দলের প্রচার চলছে। এদিনও একপ্রকার জোর কদমে প্রচার সারলেন তৃণমূল, বিজেপি,কংগ্রেস ও সিপিএম সহ নানা দলের প্রার্থীরা। যদি ওই প্রচারের ক্ষেত্রে এগিয়েছিল তৃণমূল শাসক দলের পাশাপাশি প্রতিদ্বন্দ্বী বিজেপি এবং কংগ্রেস প্রার্থী। মূলত মেদিনীপুর উপ-নির্বাচনে এবারে শাসক দল তৃণমূলের প্রার্থী সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা। অন্যদিকে তারই প্রতিদ্বন্দ্বী হিসাবে বিজেপির প্রার্থী আইনজীবী শুভজিৎ রায়। দুজনেই কেউ কাউকে এক টুকু জমি ছাড়তে নারাজ। প্রতিদিন শহরের পাশাপাশি গ্রামে টানা প্রচার চালিয়ে যাচ্ছেন। এই দুজন ভিভিআইপি প্রার্থীর পাশাপাশি প্রচারেও পিছিয় নেই কংগ্রেস প্রার্থীর শ্যামল ঘোষ।

তিনিও কখনো হেঁটে কখনো টোটো গাড়ি কখনো আবার হুডখোলা জিপে করে প্রচার সারছেন তবে এই দিন দেখা গেল তিন প্রার্থীকে ভিন্নভাবে। একদিকে শাসকদলের প্রার্থী সুজয় হাজরা স্কুটিতে করে প্রচার করছেন। তারই উল্টোদিকে কংগ্রেসপ্রার্থী হুড়খোলা জিপে প্রচার করছেন প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকারকে নিয়ে। আর তারই পাশাপাশি অন্যদিকে প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীর শুভজিৎ রায়ের প্রচারে এলেন সভানেত্রী প্রাক্তন বিধায়িকা অগ্নিমিত্রা পাল।

প্রার্থীকে নিয়ে অগ্নিমিত্রা পাল প্রচার সারলেন ২০ নাম্বার ওয়ার্ড কালগাং জুগনিতলা সমাজ বাড়ি এলাকায়।যদিও প্রচার শেষে তিন প্রার্থী দাবি করলেন এবারে তারা বিপুল ভোটে জয়ী হবেন।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in