Medinipur Gana Bhai Fonta : গণ ভাইফোঁটায় ফোঁটা দিলেন মহকুমা শাসক সহ কাউন্সিলাররা! ভাইদের দীর্ঘায়ু কামনার সঙ্গে হাতে তুলে দেওয়া হলো বিশেষ উপহার

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

ভাইফোঁটা এমন একটি উৎসব যেখানে কোন ধর্ম বর্ণ কে গুরুত্ব দেওয়া হয় না। অর্থাৎ সকল মানুষের উর্ধ্বে বোনেরা ভাইদের ভাইফোঁটা দিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করে থাকে।এবার সেই রকমই একটি ধর্ম নির্বিশেষে মানবিকতার ভাইফোঁটার উৎসব দেখা গেল ২২ নম্বর ওয়ার্ডের কামারপাড়া রানা স্পোর্টিং ক্লাব প্রাঙ্গনে।এইদিন মেদিনীপুর সংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরার উদ্যোগে একটি গন ভাইফোঁটার আয়োজন করা হয়। যেখানে বিশিষ্ট অতিথি হিসাবে এসেছিলেন মেদিনীপুর সদর মহকুমা শাসক মধুমিতা মুখার্জি।এই পাড়ার সকল ছোট ছোট ভাইদের কপালে ফোঁটা দিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করলেন মেদিনীপুর সদর মহকুমা শাসক মধুমিতা মুখার্জি।তবে শুধুমাত্র ফোঁটা নয় এই দিন সকল ভাইদের হাতে বিশেষ উপহারও তুলে দেন। এরই সঙ্গে পাল্লা দিয়ে সেই সকল ভাইদের ফোঁটা দিলেন ওয়ার্ড কাউন্সিলর মৌসুমী হাজরা।উপস্থিত ছিলেন এলাকার শিক্ষক শিক্ষিকা সহ ওয়ার্ডের সদস্যরা।

এ বিষয়ে তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা বলেন এই গণ ভাইফোটা আমরা দীর্ঘও কুড়ি বছর ধরে করে আসছি।বিশেষ করে এই বস্তি এলাকার এই কামারপাড়ার ভাইদের কপালে ফোঁটা দেওয়ার জন্যই দৌড়ে আসা।সমাজের মধ্যে অস্পৃশ্যতা দূর করে আমরা মানুষ হয়ে ওঠার লক্ষ্যেই এই ফোঁটার আয়োজন। যেখানে শয়ে শয়ে খুদে বাচ্চাদের ফোঁটা দিয়েছে মহকুমা শাসক ও কাউন্সিলররা।আমরা সকলের সুস্থতা সঙ্গে শান্তি সমৃদ্ধির কামনা করছি।


Share

dnews.in