
নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
বিদ্যাসাগর পুরস্কারে ভূষিতা বিশিষ্ট লেখিকা ও সমাজকর্মী রোশেনারা খানের উদ্যোগে তাঁর প্রয়াত স্বামী শাজাহান খান ও প্রয়াত পুত্র শাহীদ পারভেজের স্মৃতিতে আর্থিক দিক থেকে কিছুটা পিছিয়ে থাকা তিন জন ছাত্রীকে শাজাহান খান ও শাহীদ পারভেজ স্মৃতি পুরস্কার -২০২৫ ও এককালীন বৃত্তি প্রদান।


এই পুরষ্কার পেলেন রাজ নরেন্দ্র লাল খান কলেজের স্নাতক স্তরের দুই ছাত্রী যথাক্রমে রিমঝিম ভট্টাচার্য ও সুপ্রিয়া সামন্ত এবং চুয়াডাঙ্গা হাইস্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্রী ঈশা খাতুন।ছাত্রীদের হাতে স্মারক, পুস্তক,পুষ্পস্তবক ও এককালীন পাঁচ হাজার টাকা করে বৃত্তি তুলে দেওয়া হয়। এদিন সন্ধ্যায় মেদিনীপুর ফিল্ম সোসাইটি হলে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক ড.মধুপ দে,বিশিষ্ট চিকিৎসক ডাঃ বিমল গুড়িয়া, মেদিনীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সত্যরঞ্জন ঘোষ,আর এন এল কে মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড.পার্থ প্রতিম চক্রবর্তী,বিশিষ্ট উদ্যোগপতি চন্দন বসু,বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.ইয়াসিন খান।

এছাড়াও ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সমাজকর্মী মহম্মদ ইয়াসিন পাঠান,সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা,চিত্র সমালোচক সিদ্ধার্থ সাঁতরা,কবি তৌফিক হোসেন,প্রধান শিক্ষক ড.প্রসূন পড়িয়া,সুভাষ জানা,ফয়সল হোসেন, ব্যাংক আধিকারিক তন্ময় কুমার দাস,মৃণাল কান্তি পাল,শিক্ষিকা শবরী বসু,চিত্র পরিচালক ইন্দ্রদীপ সিনহা,সমাজকর্মী ইন্দ্রদীপ সিনহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে তাঁর জীবনের চড়াই-উৎরাই এর কাহিনী ও এই পুরস্কার প্রদানের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন রোশেনারা খান। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন রথীন দাস ও মাতুয়ার মল্লিক।

উপস্থিত সকলে রোশেনারা খানের এই উদ্যোগের প্রশংসা করেন।এই অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন শিক্ষক স্নেহাশিস চৌধুরী,সুদীপ কুমার খাঁড়া ও সৌনক সাউ।