Cricket Tournament: উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তিন দিনব্যাপী আন্তর্জাতিক দিবারাত্রি ওয়ার্ড ক্রিকেট প্রতিযোগিতা মেদিনীপুরে! উদ্যোক্তা মেদিনীপুর পৌরসভা

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

খেলায় উৎসাহিত দিতে ২৫ টি ওয়ার্ড কে নিয়ে তিন দিনব্যাপী আন্তর্জাতিক দিবারাত্র ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত করলো মেদিনীপুর পৌরসভা।জোর টক্কর লড়াই করে অবশেষে জয়ী হলো মেদিনীপুর পৌরসভার দু নং ওয়ার্ড এর খেলোয়াড়রা। খেলা শেষে ৪০ হাজার টাকা এবং সুদৃশ্য ট্রফি পেয়ে আনন্দিত ওয়ার্ডের মানুষজন।এই খেলায় পরাজিত হয়ে রানার্স আপ হয় ২৫ নং ওয়ার্ড।তারা ট্রফি এবং ৩০ হাজার টাকা পান মেদিনীপুর পৌরসভা থেকে।

এবছরে মেদিনীপুর পৌরসভার উদ্যোগে তিন দিনব্যাপী আন্তর্জাতিক দিবারাত্রি ওয়ার্ড ক্রিকেট প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হলো।আপামর পৌরবাসীকে ধন্যবাদ জানালেন পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান। মূলত
মেদিনীপুর পৌরসভার উদ্যোগে গত ৪ ঠা ফেব্রুয়ারি ২০২৪ থেকে ৬ ই ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত তিন দিনব্যাপী দিবারাত্রি ওয়ার্ড ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয় মেদিনীপুর কলেজ কলিজিয়েট মাঠে।এই প্রতিযোগিতায় পৌরসভার ২৫ টি ওয়ার্ডের ২৫ টিমের মোট ২৭৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছিলেন।এছাড়াও এই প্রতিযোগিতায় ১০ থেকে ১২ জন আম্পায়ার,কমেন্টেটর ও স্কোরার প্রতিযোগিতার বিভিন্ন দায়িত্ব পালন করেন।তিন দিন ব্যাপী এই প্রতিযোগিতায় ফাইনালে মুখোমুখি হয় মেদিনীপুর পৌরসভার ২৫ নং ওয়ার্ড ও ২ নং ওয়ার্ড।যদিও জোর লড়ায়ে ২৫ নং ওয়ার্ড কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মেদিনীপুর পৌরসভার ২ নং ওয়ার্ড।তারা বিজয়ী হিসাবে পুরস্কার স্বরূপ পায় ৪০ হাজার টাকা ও সুদৃশ্য ট্রফি।রানার্স আপ ২৫ নম্বর ওয়ার্ড তারা পুরস্কার পায় ৩০ হাজার টাকা ও সুদৃশ্য ট্রফি।

তবে প্রত্যেক ম্যাচের “ম্যান অব দ্য ম্যাচ” প্লেয়ার কে ১ হাজার টাকা ও ট্রফি দেওয়া হয়।পাশাপাশি সেমি ফাইনালে বিজয়ী দুটি দল কে ৫ হাজার টাকা করে নগদ পুরস্কার ও ট্রফি দেওয়া হয়।এছাড়াও বিশেষ পুরস্কার হিসেবে ছিল ম্যান অব দ্য সিরিজ,বেস্ট উইকেট কিপার,হায়েস্ট রান স্কোরার।প্রতিযোগিতার শেষ দিনে বিশেষ আকর্ষণ ছিল মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান একাদশ বনাম সাংবাদিক একাদশের একটি প্রীতি ম্যাচ।এই তিন দিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতায় পৌরসভার সমস্ত কাউন্সিলর ও বিশিষ্ট সমাজ সেবীরাউপস্থিত ছিলেন।

প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান,ভাইস চেয়ারম্যান অনিমা সাহা,জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য সংকর সড়ঙ্গি ও সদর মহকুমা শাসক মধুমিতা মুখার্জি, বিশিষ্ট ক্রীড়াবিদ সুশীল শিকারিয়া সহ ওয়ার্ডের কাউন্সিলররা।মাঠে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্রিকেট সিলেক্টর ও ভারতবর্ষের অন্যতম বিখ্যাত টেস্ট প্লেয়ার সংবরণ বন্দ্যোপাধ্যায়।তিনি খেলোয়াড়দের সঙ্গে আলাপচারিতা করেন এবং মাঠে বসে দীর্ঘক্ষণ খেলা উপভোগ করেন।

এই খেলার সমাপ্তি দিবসে বিশেষ নৃত্যানুষ্ঠান ও আতশবাজির প্রদর্শনী ছিল বিশেষ আকর্ষণ।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in