Republic Day: দেশের সঙ্গে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরে 76 তম প্রজাতন্ত্র দিবস পালন!এবারে কুচকাওয়াজে অংশগ্রহণ ‘খেলা হবে’ ট্যাবলো

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

দেখতে দেখতে ৭৫ বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে দেশের স্বাধীনতার। এবছর তাই ৭৬ তম প্রজাতন্ত্র দিবস গোটা দেশের সঙ্গে রাজ্যে এবং জেলায় জেলায় পালিত হচ্ছে সাড়ম্বরে।এদিন জঙ্গলমহল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুর জেলায় বর্ণাঢ্য ট্যাবলো সহযোগে সেই সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রজাতন্ত্র দিবস উদযাপন হল মর্যাদার সঙ্গে।

এদিন প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলার জেলা শাসক খুরশিদ আলী কাদরী।এরপর তাকে বিভিন্ন প্যারেডের মাধ্যমে কুচকাওয়াজের অভিবাদন জানানো হয় জেলা পুলিশ থেকে।এবারে কুচকাওয়াজে অন্যান্য ট্যাবলোর পাশাপাশি অংশগ্রহণ করলো মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘খেলা হবে’ ট্যাবলো।সমগ্র অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার।এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অতিরিক্ত জেলাশাসক, স্বাস্থ্য আধিকারিক, সদর মহকুমা শাসক সহ জেলার বিভিন্ন আধিকারিকরা।

এদিন পৌরসভা,স্বাস্থ্য বিভাগ, ফায়ার ব্রিগেড সহ বিভিন্ন সরকারি প্রকল্পের অন্তর্ভুক্ত প্রায় ত্রিশটি রঙিন ট্যাবলো অংশ নেয় এই কুচকাওয়াজে। পতাকা উত্তোলনের পরেই জেলাবাসীর জন্য শুভেচ্ছা বার্তা সেইসঙ্গে সরকারি প্রকল্পের বিভিন্ন দিকগুলি তুলে ধরেন জেলার জেলাশাসক খুরশিদ আলী কাদরী।

যদিও শেষ পর্বে কচিকাঁচা সহ বড়রা তাদের নাচ-গান আবৃত্তি কবিতা এবং নাটক সহযোগে শেষ হয় এই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। প্রতিবছরের মতো এবছরও এই অনুষ্ঠান দেখতে এ দিন পুলিশ লাইনে হাজির হয়েছিলেন হাজার হাজার মানুষজন।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in