SandCorporation:খাদান মালিকদের দৌরাত্ম্যে নদী গর্ভে হারিয়ে যাচ্ছে গ্রাম! গাড়ি আটকে বালি তোলা বন্ধ করলো গ্রামবাসীরা

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

বেআইনি ভাবে বালি তোলায় বালি বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ গ্রামবাসীদের।গ্রামবাসীদের বিক্ষোভের জেরে বালি তোলা বন্ধ করল বালি উত্তোলনকারীরা। ঘটনাটি ঘটেছে গুড়গুড়িপাল থানার অন্তর্গত বাধাই গ্রামে।গ্রামবাসীদের অভিযোগ,গুমরিয়াপাল মৌজায় বালি তোলার অনুমতি থাকলেও বালি উত্তোলনকারীরা জোরপূর্বক বাধাই মৌজা থেকে বালি তুলছিল।তাই আমরা গাড়ি বন্ধ করেছি।

অবৈধভাবে গাড়ি গাড়ি বালি তোলা হচ্ছে এবং সেই অবৈধভাবে বালি তুলতে গিয়ে তলিয়ে যাচ্ছে একের পর এক গ্রাম।তাই অবৈধ বালি তোলা বন্ধ করতে এবার মাঠে নামলেন গ্রামবাসীরা।এ রকমই ঘটনা গুড়গুড়ি থানার বাধাই গ্রামে।ঘটনা ক্রমে জানা যায় মেদিনীপুর জেলার গুড়গুড়ি থানার বাধায় গ্রাম রয়েছে।যে বাধায় গ্রাম নদীর গর্ভে হারিয়ে যাওয়া থেকে রক্ষা করতে সরকার থেকে বাঁধ দেওয়া হয়েছে পাথরের।এই নদীর আরেক পাশ রয়েছে খড়গপুরের থানার অন্তর্গত।দুপাশের দুটো জায়গাকে ভাগ করে দিতে সরকার থেকে বসানো হয়েছে পিলার।কিন্তু বাধায় গ্রামের গ্রামবাসীদের অভিযোগ গত কয়েকদিন ধরেই ওই খড়গপুর থানার গাড়ির ড্রাইভাররা অবৈধভাবে তাদের সরকারি পিলার পেরিয়ে বালি তুলছে ক্রমাগত।আর সেই বালি তোলার ফলেই আস্তে আস্তে গভীরতা বাড়ছে এবং এরকম করে হারিয়ে যাবে গোটা গ্রাম,এই আশঙ্কায় তারা আশঙ্কিত।

এই দিন তাই গ্রামবাসীরা সবাই মিলে গিয়ে বালি বোঝায় ট্রাক্টর আটক করে। বালি বোঝাই ট্রাক্টর গুলোকে দাঁড় করিয়ে তাদের বালি খালি করতে বলে এবং আটকে রাখে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা।গ্রামবাসীদের দাবি অবিলম্বে এই বালি তোলা বন্ধ করতে হবে।এরপর তারা স্থানীয় পুলিশ প্রশাসনকেও বিষয়টি জানায়।

এই বিষয়ে গ্রামবাসী ঋষিকান্ত দাস,তুষার দাসরা বলেন সরকার থেকে যেখানে পিলার দিয়ে দেওয়া হয়েছে? সেখানে অবৈধভাবে ওই পাশের লোকজন বালি তুলছে, আমরা তারই প্রতিবাদ করেছি।আমরা চাই তারা বালি তোলা বন্ধ করুক।গত কয়েকদিন ধরেই তারা শয়ে শয়ে গাড়ি নামিয়ে এই বালি তুলছে অবৈধভাবে যাতে আমাদের আপত্তি।


Share

dnews.in