নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
এইদিন মেদিনীপুর টাউন হ্যান্ডিক্যাপড ওয়েলফেয়ার সোসাইটির বনভোজন সঙ্গে মনোরঞ্জন মুলক অনুষ্ঠানে মেতে উঠল এক প্রস্থ। এই চড়ুইভাতীতে উপস্থিত হয়েছিলেন পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান,বিশিষ্ট সমাজসেবী তাপস সিনহা সহ বিশিষ্টজনেরা।এদিন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যানের জন্মদিন উপলক্ষে একটি কেক ও কাটা হয় এবং সমস্ত কচিকাঁচা বাচ্চাদের খাইয়ে দেওয়া হয়।
এটা জানুয়ারি মাস,এখন চলছে বনভোজন ও সঙ্গে খাওয়া দাওয়া ওই হুল্লোড়ের দিন।অন্যান্য সংস্থা,সংগঠন স্কুল কলেজ বন্ধুবান্ধবদের পাশাপাশি এবার এক বনভোজনের মেতে উঠল মেদিনীপুর টাউন হ্যান্ডিক্যাপড ওয়েলফেয়ার সোসাইটি সদস্য ও তার পরিবার। এদিন শহরের বিদ্যাসাগর পার্কের নদীর ধারে এই চড়ুইভাতীর আয়োজন করা হয়।যেখানে এই সোসাইটির সকল ছোট বড় কচিকাঁচা তরুণ তরুণীরা ছিলেন।ছিলেন সোসাইটির অন্যান্য সদস্য এবং তার সঙ্গে তার পরিবার। সারাদিনব্যাপী তারা আনন্দ,হাসি ঠাট্টা,গানের লড়াই বিভিন্ন ধরনের খেলাতে মেতে উঠে।পরিশেষে তারা একসঙ্গে বসে খাওয়া-দাওয়া কথা আলোচনায় মগ্ন হয়ে পড়ে।এরই সঙ্গে এদিন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খানের জন্মদিন পালন করেন এই সোসাইটির সদস্য ও তার পরিবার।
রীতিমতো কেক কাটেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান এরই সঙ্গে তার সহযোগিতায় হাত বাড়িয়ে দেয় সোসাইটির অন্যান্য সদস্য সঙ্গে বিশিষ্ট সমাজসেবী তাপস সিনহা।এদিনের এই বনভোজন এবং চড়ুইভাতির উপস্থিত হয়েছিলেন এই মেদিনীপুর টাউন হ্যান্ডিক্যাপড ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার অলোক কুমার ঘোষ মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান বিশিষ্ট সমাজসেবী তাপস সিনহা,মেদিনীপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান অনিমা সাহা সহ বিশিষ্ট জনেরা।বছরের প্রথম শুরুতেই একটি দিনে নিজেরা একসঙ্গে বসে হাসি ঠাট্টার সঙ্গে খাওয়া-দাওয়া করলেন এই বিদ্যাসাগর হলে পার্কে যা ঘিরে ছিল ব্যাপক উৎসাহ উদ্দিপনা। এদিন এই সোসাইটির আবাসিকরা পরিবেশন করেন বিভিন্ন মনোরঞ্জন মুলক সাংস্কৃতিক অনুষ্ঠান।
অলোক ঘোষ বলেন সারা বছরই এই স্পেশাল বাচ্চারা বাড়ির মধ্যে বন্দী হয়ে থাকে। তারা বিভিন্ন জায়গায় ঘুরতে ফিরতেও ঠিক মত পায় না।তাই বছরের একটি দিনে সবাই মিলে উৎসব এবং আনন্দে মেতে উঠা।আর তার জন্যই এই চড়ুইভাতীর আয়োজন।এখানে বাচ্চারা এসে নিজেরা আনন্দ উপভোগ করে এবং পরিবারদের মুখে হাসি ফোটায়।