নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
শিক্ষাক্ষেত্রে দুর্নীতিমুক্ত স্বচ্ছতার সহিত নিয়োগ,কেন্দ্রীয় হারে বকেয়া ডি এ প্রদান,শিক্ষকদের বদলী সংক্রান্ত 10C ধারা প্রত্যাহার ,2016 প্যানেলের সকল যোগ্য শিক্ষকদের চাকরি বহাল,শিক্ষকদের স্বাস্থ্য বীমার আওতায় আনা সহ প্যারা টিচার,ভোকেশনাল,আই সি টি টিচারদের সম্মানও মর্যাদা প্রদান সহ একাধিক দাবিকে সামনে রেখে অনুষ্ঠিত হতে চলেছে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির রাজ্য সম্মেলন।তার আগে অনুষ্ঠিত হলো সাংবাদিক বৈঠক।
মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির (STEA) 54 তম বর্ষে দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী 28 থেকে 30 শে ডিসেম্বর মেদিনীপুর শহরের ঐতিহাসিক বিদ্যাসাগর হলে।এই সম্মেলনকে সফল করার জন্য অভ্যর্থনা কমিটির আহবানে এক সভা অনুষ্ঠিত হয়।এই সভায় উপস্থিত ছিলেন অভ্যর্থনা সমিতির কার্যকর সভাপতি জ্ঞানেন্দ্রনাথ ভূঁইয়া,সহ-সভাপতি পঙ্কজ পাত্র,অন্যতম সহ সভাপতি অতিক্রম চক্রবর্তী,সমিতির সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ,সমিতির অন্যতম সহ সম্পাদক তপন কুমার দাস পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক উত্তম কুমার প্রধান এবং জেলা সভাপতি ডঃ অজয় কুমার দেবনাথ,অজিত দাস,সুশান্ত কুমার সাহু প্রমূখ।জেলার বিভিন্ন প্রান্তের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
মূলত দাবি গুলো ছিল অবিলম্বে শিক্ষাক্ষেত্রে দুর্নীতিমুক্ত স্বচ্ছতার সহিত নিয়োগ,কেন্দ্রীয় হারে বকেয়া ডি এ প্রদান,শিক্ষকদের বদলী সংক্রান্ত 10C ধারা প্রত্যাহার,2016 প্যানেলের সকল যোগ্য শিক্ষকদের চাকরি বহাল,শিক্ষকদের স্বাস্থ্য বীমার আওতায় আনা সহ প্যারা টিচার, ভোকেশনাল, আই সি টি টিচারদের সম্মানও মর্যাদা প্রদান।
এইদিন একাধিক দাবিতে এই সম্মেলনকে সফল করবার জন্য অভ্যর্থনা সমিতির পক্ষ থেকে মেদিনীপুর বাসির কাছে সহযোগিতার আহ্বান জানানো হয়।