নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
রবিবার মেদিনীপুর শহরের লোধা স্মৃতিভবনে যাত্রা শুরু করলো প্রতিযোগিতা মূলক পরীক্ষা প্রশিক্ষণ কেন্দ্র “উত্থান”এর।চারাগাছে জল ঢেলে এবং বিদ্যাসাগর,রাধাকৃষ্ণাণ ও এপিজে আবদুল কালামের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়।
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীর উৎসাহিত করতে উপস্থিত ছিলেন চার WBCS অফিসার সোমনাথ মাঝি,অরুন সাহু, রাকেশ যাদব,ত্রিদিব ভট্টাচার্য, বিট অফিসার ইন্দ্রজিৎ দাস,রবীন্দ্র গবেষক ড. বিবেকানন্দ চক্রবর্তী,স্বপন পড়িয়া,অভীক মাইতি,সুদীপ কুমার খাঁড়া,মনিকাঞ্চন রায়,জয়ন্ত মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী বৃষ্টি মুখার্জি।উপস্থিত সকলের বক্তব্য উপস্থিত ছাত্রছাত্রীদের উৎসাহিত করে।
উপস্থিত অতিথিবৃন্দ সংস্থার সাফল্য ও অগ্রগতি কামনা করেন।উত্থানের পক্ষে ছাত্রছাত্রীদের পরীক্ষার প্রস্তুতি কিভাবে দেওয়া হবে,শিক্ষার্থীরা কী কী সুযোগ সুবিধা পাবে সে বিষয়ে উত্থানের পক্ষে আলোচনা করেন উত্থানের সৈকত মাইতি।পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে কোন দিকে নজর রাখা জরুরী সে সব বিষয়ে আলোকপাত করেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ ও আধিকারিকগণ। সব শেষে উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে সরাসরি আলোচনা তে অংশ নেন আধিকারিকরা।
সংস্থার পক্ষে সৈকত মাইতি সহ অন্যান্যর বলেন “আমাদের লক্ষ্য ছাত্রছাত্রীদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়া।এই কাজে গেষ্ট লেকচারার হিসেবে আমাদের সহযোগিতা করবেন আধিকারিকরা। যাদের সঠিক পরামর্শ ছাত্রছাত্রীদের সাফল্য পেতে সহায়ক হবে। আমাদের এই সংস্থা প্রতিটি ছাত্রছাত্রীকে আলাদা ভাবে পরীক্ষার উপযুক্ত করে তুলবে।সেই লক্ষ্য নিয়ে আমাদের প্রতিষ্ঠান আজকে পথ চলা শুরু করলো।ছাত্রছাত্রীদের সাফল্যই হবে তাঁদের প্রতিষ্ঠানের শেষ কথা।