Medinipur Byelection: প্রয়াত মৃগেন মাইতি কে টপকে জয়ের মার্জিন বাড়ালো তৃণমূল!40 এর ওপরে হলে ভালো হতো বলে দাবি সুজয়ের

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

আর জি করের প্রভাব উড়িয়ে দিয়ে মেদিনীপুর বিধানসভা নিজেদের দখলে রাখল তৃণমূল।তবে অভিনেত্রী জুন মালিয়ার জেতা ব্যবধানের রেকর্ড ভেঙে দিয়ে মার্জিন বাড়ালো তৃণমূল প্রার্থী সুজয় হাজরা।বললেন আশা করেছিলাম চল্লিশের উপর ভোটের মার্জিন হবে।

জয়ের পর সুজয় হাজরা

দশ দিনের মাথায় উপনির্বাচনের ফলাফল ঘোষণা হলো মেদিনীপুরে।আর সেই উপনির্বাচনে এবার জয়ের ধারা অব্যাহত রাখলেও তৃণমূল।মোট 33 হাজার 190 ভোটে মার্জিন রেখে এবারে তারা বিজেপি প্রার্থী কে হারিয়ে দেয়।প্রসঙ্গত এই মেদিনীপুরের উপ-নির্বাচন হয়েছে আর পাঁচটি বিধানসভার সঙ্গে।এখানে তৃণমূল প্রার্থী হলো তৃণমূল জেলা সভাপতি,পরিচিত মুখ সুজয় হাজরা।লড়াই হয়েছিল বিজেপি প্রার্থীর পরিচিত মুখ আইনজীবী শুভজিৎ রায়ের সঙ্গে।যদিও এবারের লড়াইটা খুব একটা সহজ ছিল না।তবে আরজিকর, তৃণমূলের বিভিন্ন দুর্নীতি উড়িয়ে দিয়ে শেষ পর্যন্ত জয়ী হয় তৃণমূল প্রার্থী।আর তাই নিয়ে এই দিন প্রথম থেকেই রীতিমতো উচ্ছ্বাসে ছিল শাসকদলের কর্মী সমর্থকরা।এই দিন জেতা নব্য বিধায়ক সুজয় হাজরা বলেন,” আমার প্রথম কাজ ই হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করা।

এরই পাশাপাশি তিনি এও বলেন সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির প্রার্থীকে।তবে মার্জিন টা আরো বাড়লে ভালো হতো।আমরা ভেবেছিলাম 40 হাজারের উপর মার্জিন হবে!কেন হলো না তা খতিয়ে দেখা হবে,আমাদের আলোচনা মধ্য দিয়ে।তবে গ্রামের থেকেও ওয়ার্ডে শহরে ভোট কম আশা করছি 2026 সালে এর দ্বিগুণ হবে গোটা পৌরসভা জুড়ে।

যদি ওই দিন সুজয়কে পেয়ে আপ্লুত কর্মীরা।তারা রীতিমতো মালা পরিয়ে,পটকা ফাটিয়ে ব্যান্ড তাসা নিয়ে মিছিল করতে করতে গোটা শহর পরিক্রমা করে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in