Tet Recruitment : নতুন করে টেট পরীক্ষায় উত্তীর্ণদের আগে পুরনো টেট পাশ করা যোগ্য প্রার্থীদের নিয়োগ করতে হবে!গলায় সার্টিফিকেট লাগিয়ে বিক্ষোভ সংসদ অফিসের সামনে

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

নতুন করে টেট পরীক্ষা নেওয়ার আগে, পুরানো টেট পাশ সকলকে নিয়োগের দাবিতে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সামনে বিক্ষোভ দেখালো ২০২২ এ প্রাথমিক শিক্ষক টেট পাশ ডি এল এড ঐক্য মঞ্চ। ঐদিন এইসব যোগ্য প্রার্থীরা গলায় প্লাকার্ড ঝুলিয়ে এই বিক্ষোভে নেতৃত্ব দেন।

এইদিন বিক্ষোভ কারীরা বলেন গত পাঁচ বছর আগে টেট স্বচ্ছতার সঙ্গে পাশ করেছি আমরা। কিন্তু তারপরও নিয়োগ হচ্ছে না।যেখানে পশ্চিমবঙ্গের জন্মগ্রহণ করে আমরা নিজেদের ভাগ্যবান ভাবতাম সেখানে আজ আমরা বঞ্চিত,তাই এবার টেটের পাসের সার্টিফিকেটকে গলায় ঝুলিয়ে অভিনব বিক্ষোভ দেখালো ২০২২ এর টেট পাস ডি এল এড ঐক্য মঞ্চ। এদিন তারা সংসদের সামনে এসে বিক্ষোভ দেখান বিক্ষোভের পাশাপাশি একরাশ হতাশাও ক্ষোভ উগরে দেন সরকারের প্রতি।তাদের বক্তব্য স্বচ্ছতার সঙ্গে টেট পাস করেছি কিন্তু তারপরও নিয়োগ হচ্ছে না অথচ নতুন করে টেট পাসদের নিয়োগ করতে চলেছে এই সরকার। তাই আমাদের দিকে একটু দৃষ্টি দেওয়ার আহ্বান জানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে।


Share

dnews.in