নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
কড়া নিরাপত্তা ও সিসিটিভির আওতায় শুরু হলো রাজ্যের সঙ্গে জেলার টেট পরীক্ষা। কিছুটা জঙ্গলমহল অধ্যুষিত এই পশ্চিম মেদিনীপুরে এবারে টেট পরীক্ষার্থীর সংখ্যা ১৯ হাজার ৪৪ জন। এই দিন শহরের বিভিন্ন স্কুলে ভিড় চোখে পড়লো টেট পরীক্ষার্থীর। চাকরি পাওয়ার আশায় শিক্ষিত বেকাররা টেট পরীক্ষার লাইনে।
প্রসঙ্গত উল্লেখ্য গত ২০২২ এর ১১ ডিসেম্বরের পর ২০২৩ এর ২৪ ডিসেম্বর রাজ্যে ফের অনুষ্ঠিত হলোপ্রাথমিকে শিক্ষকতার যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা ‘টেট’ বা টিচার এলিজিবিলিটি টেস্ট (Teacher Eligibility Test)।আইনি জট সহ নানা কারণে মাঝখানে অবশ্য শূন্যপদে নিয়োগ হয়নি।তবে অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ‘প্রতি বছর’ টেট পরীক্ষা নেওয়ার দায়িত্ব পালন করতে এবারও পিছপা হয়নি গৌতম পালের নেতৃত্বাধীন প্রাথমিক শিক্ষা পর্ষদ। চলতি বছরে রাজ্যের মোট ৭৭৩টি পরীক্ষাকেন্দ্রে ৩ লক্ষ ৯ হাজার ৫৪ জন ডিএলএড (D.EL.ED) প্রশিক্ষিত টেট দেবেন। গত বছর এই সংখ্যাটা ছিল প্রায় দ্বিগুণ (৬ লক্ষ ২০ হাজার)। সেবার টেট পাস করেছিলেন প্রায় দেড় লক্ষ পরীক্ষার্থী।
এই বিষয়ে পর্ষদের তরফে ব্যাখ্যা দেওয়া হয়েছে, ২০২২ সালের ডিসেম্বর মাসে যে পরীক্ষা গ্রহণ করা হয়েছিল সেখানে ডিএলএড এবং বিএড-এর সকল যোগ্য প্রার্থী আবেদন করতে পেরেছিলেন। তবে, এ বছর শীর্ষ আদালতের নির্দেশে ডিএলএড উত্তীর্ণ পরীক্ষার্থীরাই শুধু আবেদন করতে পারবেন। তাই আবেদনের সংখ্যা অনেকটাই কমেছে। পর্ষদ সূত্রে জানা যায় এ বছর ৩ লক্ষ ৯ হাজার ৫৪ জন পরীক্ষা দেবেন। এর মধ্যে,পশ্চিম মেদিনীপুর জেলার পরীক্ষার্থী ১৯ হাজার ৪৪ জন।যার জন্য পরীক্ষাকেন্দ্র ৪০টি।এইদিন কড়া নিরাপত্তায় বেলা ১২টা থেকে শুরু হয় পরীক্ষা।পরীক্ষার্থীদের সকাল ১১টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করে।এই পরীক্ষা চলবে বেলা আড়াইটা পর্যন্ত সঙ্গে ২ কপি অ্যাডমিট (ডাউনলোডেড), ১ কপি ফটো এবং সচিত্র পরিচয়পত্র (অরিজিনাল/আসল) রাখতে হয়।