Vidyasgar University: অনামী দুই স্বাধীনতা সংগ্রামীর সিনেমা প্রদর্শন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এর!নাম “ye Mothers”

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

বিদ‍্যাসাগর বিশ্ববিদ্যালয় অনামী দুই স্বাধীনতা সংগ্রামী স্কুল-ছাত্রীর প্রতি শ্রদ্ধার্ঘ‍্য জানাল”Ye Mothers”চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে।এই সিনেমা দেখতেই ভিড় জমান সিনেমা প্রেমী মানুষজনসহ ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা।এই সিনেমা নিয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুশান্ত চক্রবর্তী বলেন এই সিনেমা শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।

এইদিন পড়ুয়াদের জন্য বিদ‍্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অত্যাধুনিক বিবেকানন্দ সভাগৃহে জাতীয় সংহতি সমিতি প্রযোজিত “Ye Mothers” ছবিটি প্রদর্শিত হলো।এই ছবিতে স্বাধীনতা সংগ্রামে দুই স্কুল ছাত্রীর বীরত্ব,তাঁদের দেশপ্রেম ও স্বাধীনতার আগে ও পরে তাঁদের দায়িত্ব বোধের পরিচয় উন্মোচিত হয়েছে।মূলত ১৯৩১ সালের ১৪ ই ডিসেম্বর দুই অল্প বয়স্কা স্কুলছাত্রী শান্তি ঘোষ ও সুনীতি চৌধুরী স্বাধীনতা পূর্ব ভারতের কুমিল্লা জেলার অত‍্যাচারী ও নিষ্ঠুর জেলা শাসক সি জি বি স্টিভেনকে গুলি করে হত‍্যা করে এবং এই হত‍্যা ছিল কোনো ভারতীয় মহিলা স্বাধীনতা সংগ্রামীদের একমাত্র সফল অভিযান।এই নিয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুশান্ত চক্রবর্তী বলেন যে,”এই ছবি শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।বিশ্ববিদ‍্যালয়ের নারী শিক্ষাকেন্দ্র,জাতীয় সমাজ সেবা ও শিক্ষার্থী কল‍্যাণ দপ্তর কর্তৃক আয়োজিত এই সিনেমা প্রদর্শনে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও সিনেমা প্রেমী মানুষের ভিড় ও আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

আগত মানুষদের আগ্রহে ও দর্শকদের সিনেমাটি গ্রহণের উষ্ণতায় উদ্যোক্তারা আপ্লুত।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in