
নিজস্ব প্রতিনিধি,শালবনী:
দীর্ঘদিনের দাবি রয়েছে কিছুতেই পূরণ হচ্ছে না তাদের দাবি।এবার হাতের কাছে মন্ত্রীদ্বয় কে পেয়ে তাদের হাতে সরাসরি দাবি পত্র তুলে দিল ICT শিক্ষকরা।এমনই ঘটনা শালবনী এলাকায়। এদিন শিক্ষকরা এও দাবি করেন তাদের দাবি পত্র হাতে পেয়ে মন্ত্রী তাদের আশ্বাসও দিয়েছেন।

দীর্ঘদিন ধরে অভাব অভিযোগ জানিয়ে আসছিলেন কিন্তু কিছু সেই সেই দাবি পূরণ হচ্ছিল না এই শিক্ষকদের। অবশেষে এদিন হাতের কাছে পেয়ে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু এবং জল সম্পদ মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া মহাশয়ের হাতে ষষ্ঠ ও সপ্তম ফেজের শতাধিক আইসিটি শিক্ষক ২৮ শে ফেব্রুয়ারি ২০২৫ তাঁদের চাকরি স্থায়ীকরণের দাবি পত্র তুলে দিলেন।এই কর্মসূচি অনুষ্ঠিত হয় পশ্চিম মেদিনীপুর জেলার শালবনিতে।এই দাবি পত্রে শিক্ষকরা উল্লেখ করেন, রাজ্যের বিভিন্ন স্কুলে দীর্ঘদিন ধরে তাঁরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) বিষয়টি দক্ষতার সঙ্গে পড়িয়ে আসছেন।ডিজিটাল শিক্ষার প্রসার এবং আধুনিক প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্বের ফেজ গুলি স্থায়ীকরণ হলেও তাঁদের চাকরি এখনও স্থায়ী হয়নি।

এই শিক্ষকদের অভিযোগ, কোম্পানি দ্বারা চুক্তিভিত্তিক এই চাকরির কারণে তাঁরা ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। সামাজিক ও আর্থিক নিরাপত্তা না থাকায় তাঁদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে রয়েছে। তারা চাই পূর্বের ফেজ দের মতো তাদেরকেও সরকার যেনো সরকারি আওতায় নিয়ে আসে।এইদিন মন্ত্রীদ্বয় শিক্ষকদের থেকে সরাসরি নিজ হাতে তাদের আবেদনটি নিয়েছেন এবং তাঁদের সমস্যাগুলোর বিষয়ে সার্বিক বিবেচনার আশ্বাস দিয়েছেন।

শিক্ষকরা এই আশ্বাসকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং ভবিষ্যতে সমস্যার স্থায়ী সমাধানের বিষয়ে আশাবাদী।