Body Recovery : ধান জমিতে ব্যাগে মোড়া বালকের মৃতদেহ!তদন্তে পুলিস,চাঞ্চল্য এলাকায়

Share

নিজস্ব প্রতিনিধি,নারায়ণগড় :

ধান জমিতে ব্যাগের ভেতর থেকে উদ্ধার হল এক বালকের মৃতদেহ।এই ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের খুড়শী পঞ্চায়েতের দক্ষিণ পলাশী এলাকায়।যদিও মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্র অনুযায়ী জানা যায় শনিবার দুপুর নাগাদ জমিতে সার দিতে গিয়ে মাঠের মধ্যে একটি ব্যাগের মধ্যে মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী।পোক্তাপোল থেকে দশগ্রাম যাওয়ার রাজ্য সড়কের দক্ষিণ পলাশী এলাকায় রাস্তার ধারে ধান জমি থেকে উদ্ধার হয় ওই ব্যাগটি। কেউ বা কারা এই ব্যাগটি ফেলে দিয়ে গিয়েছে বলে জানান তারা।সকালে ধান জমিতে সার দিতে গিয়ে নজরে আসে বিষয়টি।সন্দেহ হলে ব্যাগ খুলতে দেখা যায় এক বালকের দুমড়ানো,মোচড়ানো মৃতদেহ রয়েছে ওর ভেতরে।এর পর এই ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়।

এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে নারায়ণগড় থানার পুলিশ।তারা ব্যাগ ভর্তি মৃতদেহ উদ্ধার করে।পুলিশ সূত্রের খবর,আনুমানিক বছর বারো হবে মৃতদেহের।তবে এই ঘটনায় ওই বালকের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ প্রশাসন।সেইসঙ্গে কে বা কারা এই কাজ করেছে তা জানতে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে নারায়ণগড় থানার পুলিশ।


Share

dnews.in