
নিজস্ব প্রতিনিধি,নয়াগ্রাম:
এবার লোধা সবার মহিলাদের স্বনির্ভর করার উদ্যোগী হল মেদিনীপুর ছাত্র সমাজ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন।তারা এবার শুরু করলো “স্বয়ম্ভর” স্কুলের।এই মহিলারা যাতে স্বনির্ভর হয়ে উপার্জন করতে পারে,তার জন্য দেওয়া হলো দুটি সেলাই মেশিন। এরই সঙ্গে স্কুলের পড়া শেষ হলে তাদের পাঠদান করবে ছাত্র সমাজ।

মেদিনীপুর শহরের উপকণ্ঠে মনিদহ গ্রাম পঞ্চায়েতের অধীন নয়াগ্রামের লোধা শবর মহিলাদের স্বনির্ভরতার পাঠ দিতে মেদিনীপুর ছাত্রসমাজ সোস্যাল ওয়েল ফেয়ার অর্গানাইজেশন দ্বারা শুরু হলো “স্বয়ম্ভর” স্কুল। তাঁরা যাতে নিজেরা শিক্ষালাভ করে উপার্জনের রাস্তা নিজেরাই তৈরি করে নিতে পারে,সেই লক্ষ্যে তুলে দেওয়া হয় দুটি সেলাই মেশিন। হাতে নাতে প্রশিক্ষণ দেওয়ার কাজে ছাত্রসমাজ এক প্রশিক্ষক নিয়োগ করলেন।মেদিনীপুর শহরের বিধাননগরের বাসিন্দা রিম্পা ঘোষ তাঁদের স্বনির্ভরতার পাঠ দেবেন বলে ছাত্রসমাজের সদস্যরা জানিয়েছেন। বিভিন্ন সময়ে মেদিনীপুর ছাত্রসমাজ তাঁদের ধারাবাহিক সামাজিক কার্যক্রম এবং প্রান্তিক মানুষের স্বনির্ভর করে তোলার জন্য বিভিন্ন মহলে ইতিমধ্যে সমাদৃত হয়েছেন। তেমনই তাঁদের দশম বর্ষপূর্তির প্রাক্কালে এহেন অভিনব পদক্ষেপ হলো এই “স্বয়ম্ভর স্কুল”।


স্থানীয় আই সি ডি এস স্কুলের বারান্দায় কচিকাঁচাদের স্কুল শেষে শুরু হবে এই স্কুল।বিডিও ও স্থানীয় পঞ্চায়েত এই ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে পাশে দাঁড়িয়েছেন।স্বর্গীয়া তৃপ্তি দত্ত,রীনা বিশ্বাস,রেখা বিশ্বাস,মায়া রায় এর স্মৃতির উদ্দেশ্যে তাঁদের পরিবার ছাত্রসমাজের হাতে তুলে দিয়েছেন এই দুটো সেলাই মেশিন।ছাত্রসমাজের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি কৃষ্ণ গোপাল চক্রবর্তী সহ সভাপতি আগন্তুক ঘোড়াই,করবী দত্ত বিশ্বাস,সোমা চৌধুরী চট্টরাজ,চন্দন দত্ত,দেবব্রত সাহু,মনসারাম মন্ডল,শেখ লিয়াকত আলী প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় নয়াগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপ্লব আর্য,স্থানীয় গোলোক মাইতি প্রমুখ।