Madhyamik 2025 মাধ্যমিক পরীক্ষায় মেদিনীপুরের তিন যমজ!জীবনের বড় ‘পরীক্ষা ভালই হয়েছে’ দাবি তিন ভাইয়ের

Share

নিজস্ব প্রতিনিধি,খয়েরুল্লাচক:

জন্মের ব্যবধান মাত্র কয়েক সেকেন্ড কিন্তু তারা সকলেই যমজ।মেদিনীপুরের তিন যমজ একসঙ্গে দিচ্ছে এবারের মাধ্যমিক। স্বাস্থ্য দপ্তরের কর্মী প্রবীর দাশগুপ্তের তিন যমজ সন্তান সাগ্নিক,সৈকত ও সম্রাটের প্রথম ‘বড় পরীক্ষা’। যদিও পরীক্ষা শেষ করার পর তিন ভাইয়ের উত্তর পরীক্ষা ভালো হয়েছে।

এবারের মাধ্যমিক পরীক্ষায় জেলার থেকে ব্যতিক্রম কিছু না ঘটলেও তিন যমজের পরীক্ষা ঘিরে কৌতুহল জেলার মানুষের। তবে যমজ তিন ভাই সাগ্নিক,সৈকত ও সম্রাটের পরীক্ষা ভালোই হয়েছে বলে দাবি তাদের। এইরকমই ঘটনা পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহর জেলায়। মূলত স্বাস্থ্য দফতরের কর্মী প্রবীর দাশগুপ্ত এবং মনিকার তিন যমজ পুত্র এ বার মাধ্যমিক পরীক্ষার্থী।এরা হলেন সাগ্নিক,সৈকত এবং সম্রাট। ২০০৮ সালে একসঙ্গে তিন শিশুপুত্রের জন্ম দেন মনিকা দাশগুপ্ত।এই তিন জনের জন্মের ব্যবধান কয়েক সেকেন্ডের।তাদের একসঙ্গে পড়াশোনা,একসঙ্গে খেলাধুলো।এবার একসঙ্গে মাধ্যমিকে বসল পশ্চিম মেদিনীপুরের তিন যমজ ভাই।এরা সকলে খয়েরুল্লাচক নেতাজি বিদ্যামন্দিরের ছাত্র। পরিবার সূত্রে জানা যায় এদের তিনজনের এত মিল যে একসঙ্গে তিন জন স্কুলে যায়।তিন জনেরই দারুণ বোঝাপড়া।

একসঙ্গে খেলাধুলা এবং ঘোরাফেরা।ওদের মধ্যে কখনও গন্ডগোল হয় না।সাগ্নিক, সৈকত এবং সম্রাটকে দু’জন গৃহশিক্ষক পড়ান। এছাড়াও তাদের বাবা-মা-ও তাদের পড়াশোনায় সাহায্য করেন। তিনজনই এবারে মাধ্যমিক পরীক্ষার্থী।তিন যমজ ভাইয়ের পরীক্ষাকেন্দ্র পড়েছে বাড়ি থেকে প্রায় সাত কিলোমিটার দূরে নয়াগ্রাম হাই স্কুলে।সোমবার একটি টোটো ভাড়া করে তারা পরীক্ষা দিতে গিয়েছিল।এই তিন সন্তানের সঙ্গে ছিলেন মা মনিকা দাশগুপ্ত।প্রথম দিনে প্রথম ভাষার পরীক্ষা দিয়ে তিন ভাই এক সঙ্গে জানালো এই পরীক্ষার ‘সহজ প্রশ্ন হয়েছে।ভালই হল পরীক্ষা।’’ ভালো নম্বর পাবো বলে আশাবাদী।

প্রসঙ্গত উল্লেখ্য,জেলায় এবারে পরীক্ষার্থী সংখ্যা ৫২ হাজার ৮৯২। তার মধ্যে ছাত্র ২৪,৬৭৬ এবং ছাত্রী ২৮,২১৬ জন। গতবছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১৬২৪। গতবছর পরীক্ষার্থী ছিল ৫১ হাজার ২৬৮। জেলায় এবার সর্বাধিক পরীক্ষার্থী খড়্গপুর মহকুমাতে, ২৪,০৭১ জন। মেদিনীপুর ও ঘাটাল মহকুমায় পরীক্ষার্থী যথাক্রমে ১৬৯৭৮ এবং ১১৮৪৩। সুষ্ঠুভাবে যাতে জেলায় মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হয় এবং পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে।সেই বিষয়ে জেলা প্রশাসনের তরফে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়।জেলায় এবার মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ১২২ (গতবছর ছিল ১২৫)।

মেন ভেনু ৭৩টি এবং সাব ভেনু ৪৯টি। তাছাড়া হাতির করিডর রয়েছে জঙ্গলমহলের এমন ৬টি স্কুলে পরীক্ষা কেন্দ্র রয়েছে। বনদপ্তরকে বিশেষ সতর্ক করে, সেই ৬টি পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে এবং বাড়ি ফিরতে পরীক্ষার্থীদের যাতে কোন সমস্যায় পড়তে না হয় সেজন্য বিশেষ গুরুত্ব দিয়ে দেখতে বলা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।জেলায় ২টি প্রধান কন্ট্রোল রুম করা হয়েছে। নম্বর হল- 03222-275455 এবং 03222-276582। এই পরীক্ষার দিনগুলিতে পরীক্ষাকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ১৪৪ (বিএনএস এর ১৬৩) ধারা জারি করা হয়েছে।প্রতিটি পরীক্ষাকেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in