Birtday Camp:ছোট্ট ঐশীর জন্মদিন উপলক্ষ্যে ইন হাউস রক্তদান শিবির!রক্তদান করলেন চুয়াল্লিশ জন রক্তদাতা

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

বৃস্পতিবার ছিল শিক্ষক মৃত্যুঞ্জয় সামন্তও তাঁর স্ত্রী চন্দনা পইড়া সামন্তর একমাত্র কন্যা ঐশীর অষ্টম জন্মদিন।আর সেই জন্মদিন উপলক্ষ্যে ইন হাউস রক্তদান শিবিরের আয়োজন মেদিনীপুরে মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাংকে।এদিন ৭ জন মহিলা সহ চুয়াল্লিশ জন রক্তদাতা রক্তদান করেন।

মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং মেদিনীপুর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় কুইজ কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ব্লাড ডোনার্স ফোরামের আরবান ইউনিটের সম্পাদক শিক্ষক মৃত্যুঞ্জয় সামন্ত ও তাঁর স্ত্রী চন্দনা পইড়া সামন্তর একমাত্র কন্যা ঐশীর অষ্টম জন্মদিন উপলক্ষ্যে বৃহস্পতিবার মেদিনীপুরে মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড সেন্টার অনুষ্ঠিত হলো ইন হাউস ব্লাড ডোনেশন ক্যাম্প।এই শিবির শুরুর আগে কুইজ কেন্দ্রের প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত ড.মৌসম মজুমদারের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ সুদীপ দাস,বিশিষ্ট চিকিৎসক ডাঃ মঙ্গলপ্রসাদ মল্লিক।

এছাড়াও ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ অজয় শীট,কুইজ কেন্দ্রের সভাপতি রিংকু চক্রবর্তী, সম্পাদক সুজন বেরা,ব্লাড ডোনার্স ফোরামের জেলা চেয়ারম্যান অসীম ধর, জেলা সম্পাদক জগদীশ মাইতি সহ অন্যান্যরা।এদিন ৭ জন মহিলা সহ চুয়াল্লিশ জন রক্তদাতা রক্তদান করেন।এই শিবিরে রক্ত দেন খোদ ঐশীর বাবা মৃত্যুঞ্জয় সামন্ত ও মা চন্দনা পইড়া সামন্ত।ঐশীর অষ্টম জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয় এবং উপস্থিত শুভানুধ্যায়ীরা ঐশীকে শুভেচ্ছা জানিয়ে আশীর্বাদ করেন।

উল্লেখ্য এটি ছিল কুইজ কেন্দ্রের ৬২ তম রক্তদান শিবির এবং এবছরের তৃতীয় শিবির।এছাড়াও উল্লেখ্য ঐশীর জন্মদিনকে সামনে রেখে গত ১৬মে ১১ জন রক্তদাতা কলকাতার টাটা ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর বোন মেরো ট্রান্সফারের জন্য রক্তদান করে আসেন।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in