Lightning Damage : ভয়াবহ বজ্রপাতে লক্ষ টাকার ক্ষতি ভাদুতলা স্কুলের!বাদ যায়নি চেয়ার টেবিল থেকে সিসিটিভি

Share

নিজস্ব প্রতিনিধি,ভাদুতলা :

ভয়াবহ বজ্রপাতে ক্ষতি শালবনীর ভাদুতলা স্কুলের কম্পিউটার, প্রিন্টার, CCTV সহ কয়েক লক্ষ টাকার বৈদ্যুতিন জিনিসপত্র পুড়ে ছাই। মাথায় হাত স্কুল কর্তৃপক্ষের। খতিয়ে দেখল পুলিশ প্রশাসন।

গত শুক্রবার বিকেলের ভয়াবহ বজ্রপাতে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে থাকা কয়েক লক্ষ টাকার বৈদ্যুতিন জিনিসপত্র প্রায় পুড়ে ছাই হয়ে গেল।শনিবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. অমিতেশ চৌধুরীর কক্ষ খুলতেই দেখা যায় প্রায় গোটা রুমটাই পুড়ে কালো হয়ে গেছে।বিদ্যালয়ের কম্পিউটার, CPU, UPS, প্রিন্টার, বক্স,CCTV, একাধিক ফ্যান,লাইট সহ রুমে থাকা সমস্ত বৈদ্যুতিক জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন ড. চৌধুরী।শুধু তাই নয় বৈদ্যুতিন জিনিসপত্র থেকে আগুন লেগে রুমের আলমারি,চেয়ার-টেবিল সহ বিভিন্ন আসবাবপত্র, স্মারক, ট্রফি থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্রেরও ব্যাপক ক্ষতি হয়েছে। শনিবার দুপুরেই শালবনী থানার পুলিশ এসে সরজমিনে বিষয়টি খতিয়ে দেখে গেছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার বিকেল থেকে শালবনী সহ পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়।সেই সময়ই ঘন ঘন বাজ পড়ে এই ঘটনা ঘটে বলে প্রাথমিক অনুমান বিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশের।


Share

dnews.in