Vijaya Sammilani : পুজোর মরশুমে বিজয়া সম্মেলনী ডালমিয়া বেঙ্গল সিমেন্ট ওয়ার্কসের! ঘুরে দেখানো হলো প্রজেক্টগুলি

Share

নিজস্ব প্রতিনিধি,গোদাপিয়াশাল :

পুজোর মরশুমে সংবাদমাধ্যমের কর্মীদের সঙ্গে মিষ্টিমুখও বিজয়া সম্মেলনী করল ডালমিয়া সিমেন্ট কোম্পানি।মেদিনীপুর বিধানসভার গোদাপিয়াশালে এই প্রজেক্টের মধ্যেই এই বিজয় সম্মেলনে আসর বসানো হয়।এরপরই বিভিন্ন প্রজেক্ট ঘুরে দেখান আধিকারিক বৃন্দ।

গণেশ,বিশ্বকর্মা এরপরই বড় দুর্গা পূজা এবং লক্ষ্মী পূজার পরেই সম্প্রতি আসতে চলেছে কালীপুজো। ইতিমধ্যে পুজোর মরসুমে সংবাদ মাধ্যমের কর্মীদের সঙ্গে এক বিজয়া সম্মেলনী সেরে ফেলল গোদাপিয়াশাল ডালমিয়া সিমেন্ট কোম্পানি ভারত লিমিটেডের শালবনি বেঙ্গল সিমেন্ট ওয়ার্কসের আধিকারিকরা। জেলার বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মী ছাড়া উপস্থিত ছিলেন প্রজেক্টের দায়িত্ব থাকা কর্মকর্তা শ্যাম সুন্দর সূর,সুধীর মহান্তি,কপিল মুনি পান্ডে,সৌরভ সিং প্রমূখ। এই দিন মিষ্টিমুখ ছাড়া তাদের তৈরি করা বিভিন্ন প্রজেক্টগুলি ঘুরে দেখানো হয় বাসে করে। বিশেষ করে মাদুর শিল্প, ভ্রাম্যমান কম্পিউটার বাস,এর সঙ্গে রুরাল এলাকার হাট গুলিও ঘুরে দেখানো হয়। বিনিময় করা হয় শুভেচ্ছা ও অভিনন্দন। এইভাবে বছরের একদিন সাংবাদিকদের কাছে পেয়ে আপ্লুত কোম্পানির আধিকারিকরা।

প্রজেক্টের দায়িত্ব থাকা কর্মকর্তা শ্যাম সুন্দর সূর বলেন আমরা প্রোজেক্টের পাশাপাশি এলাকার মানুষের উন্নয়নে নানাবিধ কাজ করে চলেছি।যার মধ্যে রয়েছে এই মাদুর শিল্প,ভ্রাম্যমান কম্পিউটার বাস,গ্রাম্য হাট গুলির উন্নতিকরণ প্রভৃতি। আমাদের এই কাজগুলিতে উপকৃত হয়েছে এলাকার প্রায় ৩০ হাজার মানুষজন।

প্রসঙ্গত ডালমিয়া সিমেন্ট কোম্পানি ভারত লিমিটেডের শালবনির বেঙ্গল সিমেন্ট ওয়ার্কসের ডালমিয়া ভারত ফাউন্ডেশনের এই কর্মসূচিতে মোট ৩৯ গ্রামের ৫৩২৯টি পরিবারের ২৬ হাজার ১৬৭ জন উপকৃত হয়েছে।তাদের কাজ গুলি হল লাইভলিহুড,সোশ্যাল ডেভলপমেন্ট,HP WOW, climate action প্রভৃতি।


Share

dnews.in