
মুন্সীপাটনা 9 ই সেপ্টেম্বর:
পুজোর আগেই নিজেদের সৌন্দর্যের ঘাটতি ঘটিয়ে মানবিক উদ্যোগ তিন বোনের। ঠাকুমার স্মৃতির উদ্দেশ্যে এবং ক্যান্সার রোগীদের সাহায্যার্থে নিজেদের মাথার চুলের একটা অংশ কেটে দান করলেন প্রিয়াঙ্কা পাপিয়া ও পিয়ালী। ঠাকুমার স্মৃতির উদ্দেশ্যে এই কাজ করতে পেরে খুশি তিন বোন

গোটা বিশ্বজুড়ে প্রতিদিনই বাড়ছে ক্যান্সার রোগীর আক্রান্তের সংখ্যা।যদিও ইতিমধ্যে ক্যান্সার রোগীর সংখ্যা ব্যাপক পরিমাণে বেড়ে চলেছে ভারত বর্ষ জুড়ে।আর সেই ক্যান্সার রোগীদের ট্রিটমেন্টের প্রথমেই সমস্ত মাথার চুল ই নষ্ট হয়ে যায় কেমোথেরাপি দেওয়ার জন্য। এরপর ধীরে ধীরে সেই রোগী ন্যাড়া হয়ে পড়ে।এই অবস্থায় তারা মানসিকভাবে অসুস্থ বোধ করেন।তাই গোটা বিশ্বজুড়ে এসব রোগীদের সাহায্যার্থে করার জন্যই বিভিন্ন সময় চুলদান কর্মসূচি হয়ে আসছে।এদিন মেদিনীপুর জেলা শহরে পাঁচখুরীর মুন্সিপাটনায় তিন তিন বোন তার ঠাকুমা স্বর্গীয় শ্যামা রাণী গাঁতাইতের
স্মৃতির উদ্দেশ্যে এবং সেই সঙ্গে ক্যান্সার রোগীদের সাহায্য করার জন্যই নিজেদের সৌন্দর্য বহনকারী চুল কেটে দান করলেন। আর তা করতে পেরে তারা নিজেরা যথেষ্ট খুশি ও গর্ববোধ করেন।

এই তিন বোন হল প্রিয়াঙ্কা,পাপিয়া ও পিয়ালী গাঁতাইত। এও এক মানবিক দৃষ্টান্ত মেদিনীপুরের। যদিও এই ঘটনায় খুশি তিন বোন।

তারা জানান এই ধরনের মহৎ কাজের অংশীদারি হতে পেরে খুব খুশি আমরা।