LJP Meeting:ভোটের দামামা বাজার আগেই প্রচারে বিহার থেকে এলজিপি পার্টি!তৃণমূলের দখলে থাকা জেলাতে থাবা,রাজ্যে NDA গড়ার ডাক সাংসদের

Share

মেদিনীপুর 10 ই জানুয়ারি:

ভোটের দামামা বাজার আগেই শুরু হয়ে গেল প্রচার মিটিং মিছিল। শাসক দলের পাশাপাশি এবার ভিন্ন রাজ্যের রাজনৈতিক দলগুলোও প্রচারে নামল।মেদিনীপুরের শীতবস্ত্র প্রদানের মধ্য দিয়ে বৈঠক সেরে ফেলল LJP পার্টির নেতা নেতৃত্ব সাংসদরা। ইডির অভিযানে মুখ্যমন্ত্রীর ফাইল নিয়ে চলে যাওয়াকে কটাক্ষ করলেন সাংসদ রাজেশ ভার্মা।

এখন গোটা রাজ্য জুড়ে চলছে এসআইআর ২০২৬। অন্যদিকে জেলায় শুরু হয়েছে দেওয়ার লিখন সেই সঙ্গে এবার ভোট প্রচারে নেমে গেল শাসক বিরোধীরা।এই দিন বিজেপির হাত শক্ত করতে এবং NDA গভমেন্ট গড়তে মেদিনীপুরে শীতবস্ত্র অনুষ্ঠানের মধ্য দিয়ে বৈঠক সেরে গেল লোক জনশক্তি পার্টির (LJP )নেতা সাংসদরা। মূলত এই দিন মেদিনীপুরে নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী একটি লজে শীতবস্ত্র অনুষ্ঠানের আয়োজন করে, এই এলজিপি দলের নেতৃত্ব। সেই শীতবস্ত্র অনুষ্ঠানে দুস্থদের মধ্যে শীতবস্ত্র তুলে দেওয়ার পাশাপাশি নিজেদের মধ্যে বৈঠক সেরে ফেললেন এবং সভা করলেন এই পার্টির সাংসদ সহ নেতৃত্বরা।এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন লোক জনশক্তি পার্টির লোকসভা সাংসদ তরুণ তুর্কি নেতা রাজেশ ভার্মা, ছিলেন রাজ্য সভাপতি রফিক আলী সেক,জেলা সভাপতি সোমনাথ পান্ডে সহ বিভিন্ন নেতা নেতৃত্বরা।

এদিন এই সাংসদের হাত ধরে পুরুলিয়া থেকে আগত ৫০ জন বিভিন্ন দল থেকে ছেড়ে এই পার্টিতে যোগদান করেন তাদের হাতে দলীয় পতাকা দিয়ে তুলে দেন সাংসদ এবং নেতৃত্ব। এরপর দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন তারা এবং মঞ্চে বক্তব্য রাখে যে বক্তব্য ছিল রাজ্য সরকার এবং তৃণমূল সুপ্রিম ও মমতা ব্যানার্জির বিরুদ্ধে। কেন্দ্র সরকারের কাজকর্ম রাজ্য সরকার করতে দিচ্ছেন না এ বিষয়েও কটাক্ষ করেন নেতৃত্ব। তবে রাজ্যে ২৯৪ টি আসনের মধ্যে কটি সিটে তারা লড়বেন সেই বিষয়ে এখনো সঠিকভাবে বলতে পারেনি নেতৃত্ব।

এই বিষয়ে এই লোক জনশক্তি পার্টির সাংসদ রাজেশ ভার্মা বলেন,”আমাদের পার্টির উদ্দেশ্য হলো জনসাধারণের সার্বিক সুবিধা এবং দেশের সার্বিক ভালোর জন্য। আর সেই হিতের জন্য এখানকার সরকারের পরিবর্তনের দরকার আছে। আমরা চাই NDA সরকার গড়ে তোলার জন্য এ রাজ্যের মানুষ এগিয়ে আসুক।আমাকে চিরাগ পাসোয়ানজী পাঠিয়েছেন সেই সকল মানুষকে একজোট করতে। পাশাপাশি তিনি বলেন যেভাবে বিহারে আমরা ২০০ সি ট পেয়ে ক্ষমতায় এসেছি ঠিক এখানেও আমরা এই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে একজোট হয়ে ২০০ সিট জিতিয়ে আনব। তবে কতগুলো শীটে প্রতিদ্বন্দ্বিতা করবেন সে বিষয়ে তিনি বলেন এটা শীর্ষ নেতৃত্ব ঠিক করবে।

এখন আমাদের প্রাথমিক কাজই হল NDA সরকার এই রাজ্যে কিভাবে আসবে সেই বিষয়ে সভা মিটিং মিছিল করা।এরপর ইডির অভিযানে মুখ্যমন্ত্রী এসে ফাইল নিয়ে যাওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন এটা দেখে এটাই প্রমাণিত হয় চুরি ছিনতাই এবং ভ্রষ্টাচারে মুখ্যমন্ত্রী পুরোপুরি যুক্ত রয়েছেন। পাশাপাশি এটা থেকে বোঝা যায় ভ্রষ্টাচারে যুক্তদের একজন মুখ্যমন্ত্রী কিভাবে আড়াল করছেন।কেননা কোনও রাজ্যে এই ধরনের দৃষ্টান্ত দেখা যায়নি।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in