
মেদিনীপুর 23 শে জানুয়ারি:
দুর্গাপূজা কালীপুজোর থিম এবার সরস্বতী পুজোতে। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে সরস্বতী পুজো পড়ায় এবারে নটরাজ ক্লাবের থিম দেশ। গোটা ভারতবর্ষের বিপ্লবী সহ মনীষীদের ছবি যেমন তুলে ধরা হয়েছে মন্ডপে সেই সঙ্গে ঐতিহ্যবাহী বিপ্লবী শহর পশ্চিম মেদিনীপুরের বিপ্লবীদের বিশেষ চিত্র তুলে ধরা হয়েছে এই প্রতিমা এবং মন্ডপে। ৪৩ বছরের পুজোর এবারের বাজেট সাড়ে তিন লক্ষ টাকা বলে দাবি উদ্যোক্তাদের।

পশ্চিম মেদিনীপুর জেলা জেলা শহরে সরস্বতী পুজো নিয়ে উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো। বহু জায়গায় পুজোর আগেই উদ্বোধন হয়েছে ঘটা করে।মেদিনীপুর শহরের সাহাভড়ং বাজারের নটরাজের সরস্বতী বন্দনা ঠিক একটু অন্যরকম।যেহেতু পঞ্জিকা মতে এবারে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্রের জন্মদিনের দিন সরস্বতী পুজো পড়েছে তাই বিপ্লবীদের জন্য এই পুজোর থিম উৎসর্গ করলেন উদ্যোক্তারা। ৪৩ বছরের পুজোর এবারের থিম দেশ। মন্ডপে ঢুকতে গেলেই দেখা যাবে দেশপ্রেমিকের আত্মহত্যাগের সেই ফাঁসির দড়ি। এরপর দেশের জন্য জীবন দেওয়া বিপ্লবী তথা এই বাংলার বাঙালি বিপ্লবীদের প্রতিচ্ছবি কোনায় কোনায়। কে নেই সেখানে। ক্ষুদিরাম বসু,ভগৎ সিং,নির্মল জীবন ঘোষ, রামকৃষ্ণ রায়,শহীদ অনাথ বন্ধু পাঁজা, বিমল দাশগুপ্ত সহ সমস্ত বিপ্লবীরা।

এরই সঙ্গে তুলে ধরা হয়েছে দেশকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য বিশিষ্ট ব্যক্তিদের ছবি। তাতে যেমন রয়েছে কারেঙ্গে ইয়া মরেঙ্গে এর মহাত্মা গান্ধী সেই সঙ্গে রয়েছে জহরলাল নেহেরু,রয়েছে স্বরাজ আমার জন্মগত অধিকার নিয়ে বলা বালগঙ্গাধর তিলক এর।এছাড়াও কাশ্মীরে শহীদ হওয়া জওয়ানদের কাহিনীও তুলে ধরা হয়েছে এই মন্ডপের থিমে। পাশাপাশি এবারের সরস্বতী প্রতিমা ও কিছুটা দেশপ্রেমিক।সেই আদলে গড়ে তোলা হয়েছে প্রতিমা যা দেখতে ইতিমধ্যে ভিড় জমাচ্ছে উৎসুক জনতা।এই থিম এবং প্রতিমা তৈরি করতে খরচা হয়েছে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা বলে দাবি উদ্যোক্তাদের।

এই বিষয়ে নটরাজ ক্লাবের অন্যতম সদস্য অরিজিত কুমার সাহা বলেন,”১৯৮৩ সাল থেকে পুজো শুরু হলেও প্রথমে থিমের পুজো হতো না,প্রথমে পুজো হতো সাবেকিয়ানাতে।গত ১৬ বছর ধরে এই পুজোর থিমের হচ্ছে।আমাদের শিল্পী এখানকার ছেলে অনির্বাণ প্যান্ডেলওয়ালা এবং দীপঙ্কর মাঝির হাত ধরেই এই মন্ডপ ও প্রতিমা।দর্শকরা মূলত এসে এখানে দেখতে পাবে সারা ভারতের স্বাধীনতার সংগ্রামীদের জীবন কাহিনী এবং ছবি সেই সঙ্গে একটা অংশ জুড়ে আমরা শুধু এই বিপ্লবী শহর পশ্চিম মেদিনীপুরের বিপ্লবীদের তুলে ধরেছি।আমাদের প্রতিমাতেও থাকছে বিপ্লবী রূপ।