নিজস্ব প্রতিনিধি,জোড়াগেড়িয়া :
জনবহুল রাজ্য সড়কে মোষের আক্রমণে আহত হল একাধিক জন।যার মধ্যে গুরুতর আহত হল এক মহিলা স্বাস্থ্যকর্মীও।তাকে ভর্তি করা হলো স্থানীয় চিকিৎসালয়ে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদা থানার জোড়াগেড়িয়া ফাঁড়ি এলাকায়।
ঘটনাক্রমে জানা যায় বেলদা থানার বড়মোহনপুর এলাকার এক শিক্ষিকা এবং একজন মহিলা স্বাস্থ্যকর্মী একসঙ্গে কাজে যোগ দিতে যাবার সময় বেলদা থানার জোড়াগেড়িয়া ফাঁড়ি এলাকার কাছে একটি দলছুট উন্মত্ত মোষ ওই মহিলা স্বাস্থ্যকর্মীকে আক্রমণ করে।এরপর একে একে আক্রান্ত হন ওর ধারে কাছে থাকা একাধিক মানুষজন দাবী এলাকাবাসীর।এরপর গুরুতর আহত ওই মহিলা স্বাস্থ্যকর্মীকে নিয়ে যাওয়া হয় স্থানীয় চিকিৎসালয়ে। কিন্তু অবস্থা বেগতিক হওয়ায় তাকে নিয়ে যাওয়া হয় পূর্ব মেদিনীপুরের এগরার হাসপাতালে।
ওই ঘটনার পর মোষটি জোড়াগেড়িয়া ফাঁড়ির ধনেশ্বরপুর এলাকায় এক ধান জমিনে দলছুট হয়ে চলে যায়।এর পর ইতিমধ্যে ওই আক্রমণকারী মোষটিকে ধরতে আশেপাশে ধান জমিন এলাকাগুলিতে পাহারা দিতে থাকে পুলিশ প্রশাসন। আর এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসীরা।যদিও অনেক এলাকাবাসীর দাবি মোষটি জনবহুল এলাকায় গাড়ি ঘোড়ার আওয়াজে বিভ্রান্ত হতে পারে।তবে পাগল বলে মনে হয় না তাদের।এই ঘটনায় প্রশ্ন উঠেছে জনবহুল এলাকায় রাস্তা দিয়ে দিনে দুপুরে এইভাবে গরু-মোষ নিয়ে যাওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা প্রবণ হয়ে উঠছে,সেইসঙ্গে বাড়ছে যানজট।
এলাকাবাসীর অভিযোগ এই ঘটনার পরও ভ্রুক্ষেপ নেই প্রশাসনের।এলাকাবাসী চাইছেন দ্রুত বন্ধ হোক এইভাবে জনবহুল রাস্তার ওপর দিয়ে গরু-মোষ নিয়ে যাওয়া। প্রসঙ্গত বেলদা থানার জোড়াগেড়িয়া ফাঁড়ির ধনেশ্বরপুর এলাকায় এখনো বসে গরুর হাট।যেখানে গরু ব্যাপারীরা বিভিন্ন স্থান থেকে এই গরু,মোষ নিয়ে আসেন বলে সূত্রের খবর।যার ফলে জনবহুল এই রাস্তায় বাড়ছে দুর্ভোগ।তবে এইদিন বেলদা কাঁথি রাজ্য সড়কে ঘটে যাওয়া এই দুর্ঘটনার ফলে দলছুট ওই মোষটিকে দ্রুত ধরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুক বনদপ্তর বা পুলিশ দাবি এলাকায়বাসীর।