World Cup 2023 : বিশ্বকাপ পাবেই ভারত আমরা ভারতবাসী হিসাবে খুব গর্বিত! কালীপুজো দিলেন কাউন্সিলার

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

আজ রবিবার,বিশ্বকাপ ফাইনাল।অস্ট্রেলিয়ার সাথে ফাইনাল ম্যাচ খেলবে ভারত।আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ফাইনাল ক্রিকেট ম্যাচ।এই ক্রিকেট ম্যাচে ভারত যাতে জয়ী হয় সেই কারণে রবিবার সকালে মেদিনীপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডের ভবতারিণী কালী মন্দিরে পুজো দিলেন কাউন্সিলর সৌরভ বসু।দলীয় সমর্থকদের সাথে নিয়ে এই মন্দিরে রবিবার সকাল থেকে পুজো দেন তিনি।

টানা দশটি ম্যাচে জেতা ভারত এবার বিশ্বকাপে, প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া। ইতিমধ্যে বিশ্বকাপে জ্বরে গোটা দেশ।পাড়ায় পাড়ায় রীতিমতো ভারতীয় পতাকা নিয়ে স্লোগান দিচ্ছে ভারতবাসীরা। বিশ্বকাপের এই উন্মাদনা চরম পর্যায়ে।মেদিনীপুর শহরে খোদ দুই জায়গায় বড় বড় এলইডি স্ক্রীন দিয়ে বিশ্বকাপ দেখানোর ব্যবস্থা করা হয়েছে।একটি কলেজ মাঠে আর একটি অরবিন্দ স্টেডিয়ামে।আর এই খেলা দেখানোর সঙ্গে থাকছে চা বিস্কুট এবং খাবারের ব্যবস্থা।অপরদিকে বিশ্বকাপে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত থাকবে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।এই বিশ্বকাপে বায়ু সেনা প্রদর্শন করবে তাদের ফাইটার জেটের প্রদর্শনী। ইতিমধ্যে বিশ্বকাপে মেদিনীপুর পৌরসভার CIC সৌরভ বসু কালী মন্দিরের পূজো দিলেন নিজেদের কর্মী সমর্থক নিয়ে। মায়ের কাছে কামনা করলেন ২০২৩ এর বিশ্বকাপ যেন ভারতের হাতে আসে।বিশ্বকাপে যাতে ভারত জয় লাভ করে মূলত সেই উদ্দেশ্যেই এই পুজো বলে জানান সৌরভ বসু।


Share

dnews.in