Suvend Adhikari : মেদিনীপুরে কোন ডেমোক্রেসি নেই! বিজেপি নেতা থাকার জন্য হোটেল বন্ধ করেছে পুলিশ, অভিযোগ শুভেন্দুর

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

মেদিনীপুরে জগধাত্রী পূজা উদ্বোধনী এসে মেদিনীপুরের পুলিশ সুপারের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র কটাক্ষ করলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। বললেন মেদিনীপুর টাউনে কোন ডেমোক্রেসি নেই।এইদিন সারা সন্ধ্যার কর্মসূচি নিয়ে মেদিনীপুরে এসেছিলেন বিরোধী দলনেতা এবং রীতিমতো তরোয়াল হাতে তুলে হিন্দুত্বদের এক জোট হওয়ার আহ্বান করেন।

শুভেন্দু অধিকারী

মেদিনীপুরে একাধিক জগধাত্রী পূজা উদ্বোধন করতে এসে পুলিশ কে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।তিনি কেরানিতলার হিন্দু যুবা বাহিনীর জগদ্ধাত্রী পুজো উদ্বোধন করার পর সাংবাদিকদের কাছে বক্তব্য রাখতে গিয়ে বলেন পশ্চিম মেদিনীপুরে ডেমোক্রেসি নেই। এখানে এক হোটেল মালিক রয়েছেন যার হোটেলে কেবল মাত্র বিজেপি নেতারা টাকা দিয়ে থাকার জন্যই হোটেল বন্ধ করেছে পুলিশ। সেই হোটেল মালিক তার কাছে কাঁদতে কাঁদতে একদিন অভিযোগ জানিয়েছেন।এখানে ধৃতিমান সরকার নামে একজন পুলিশকে পাঠিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি পুলিশ সুপারকে একপ্রকার হুমকি দিয়ে বলেন আগের মতন যদি তিনি ব্যবসা করতে চান তাহলে তার ইতিহাস ভয়ংকর হবে। এটা বিপ্লবী শহর মেদিনীপুরের মাটি এখানে অত্যাচারীরা চিরদিন হেরেছে।এরপর মমতা ব্যানার্জি কে কটাক্ষ করতে গিয়ে বলেন এখন মমতা ব্যানার্জি ছবি আঁকেন না কেন!যে ছবিগুলো দেড় কোটি, দু কোটি টাকায় বিক্রি হয়। তাহলে তাকে চোর বলবে না তো সাধু বলবে। এরপর ল অ্যান্ড অর্ডার প্রসঙ্গে বলেন এখানে ল অ্যান্ড অর্ডার সব খতম হয়ে গেছে,পুলিশ তৃণমূলের ক্যাডার হয়ে গেছে।

প্রসঙ্গত উল্লেখ্য এই দিন শুভেন্দু অধিকারী এক ও একাধিক কর্মসূচি নিয়ে মেদিনীপুরে এসেছিলেন এবং তার মধ্যে সবকটি ছিল জগধাত্রী পুজোর উদ্বোধন। তিনি এক এক করে প্রথমে তিনি গান্ধী স্ট্যাচুর কাছে ‘আমরা সবাই ক্লাবের পুজোর উদ্বোধন করেন।এরপর কেরানি তোলার উত্তরণের উদ্বোধন করেন এবং সবশেষে হিন্দু যুবা বাহিনীর জগধাত্রী পুজো উদ্বোধন করেন।


Share

dnews.in