নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
ভয়ংকর দুর্ঘটনা ঘটলো ৬০ নম্বর জাতীয় সড়ক নারায়ণগড় থানার কুচলি ব্রিজের কাছে। মাল বোঝায় ডাম্পারের পেছনে ধাক্কা প্রাইভেট গাড়ির।এই দুর্ঘটনায় আশঙ্কাজনক দুই গাড়ি সওয়ারি। মর্মান্তিক এই ঘটনায় প্রাইভেট গাড়িটি খন্ড বিখন্ড হয়ে পড়ে।পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নামে পুলিশের বিরাট বাহিনী।
জাতীয় সড়কের উপর মাল বোঝাই ডাম্পারের পেছনে প্রাইভেট গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন দুজন।যার মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।দুর্ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুর জেলার ৬০ নম্বর জাতীয় সড়কের নারায়ণগড় থানার কুচলি ব্রিজের কাছে।ঘটনা ক্রমে জানা গিয়েছে,এদিন উড়িষ্যার দিক থেকে একটি প্রাইভেট গাড়ি খড়্গপুরের দিকে যাওয়ার সময় নারায়নগড়ের কুচলির কাছে সামনে থাকা একটি মালবোঝাই ডাম্পারের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে।এই দুর্ঘটনায় গুরুতর আহত হন প্রাইভেট গাড়িতে থাকা দুজন।এই দুর্ঘটনা দেখে স্থানীয়রা ছুটে এসে নারায়ণগড় থানার পুলিশে খবর দেয়। নারায়ণগড় থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ খবর পেয়ে দুর্ঘটনা স্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহত দুজনকে উদ্ধার করে। বর্তমানে তারা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান” উড়িষ্যার দিক থেকে খড়গপুরের দিকে যাওয়ার সময় প্রাইভেট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে মাল বোঝাই ডাম্পার গাড়ির পেছনে। দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়কের উপর।যদিও পরে জাতীয় সড়ক কর্তৃপক্ষের ও পুলিশের তৎপরতায় পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।