Medinipur Credit Camp : প্রশাসনের SHG মেগা ক্রেডিট ক্যাম্প!আনন্দ ধারা প্রকল্পে স্বনির্ভর হচ্ছে মহিলারা

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় একদিনে অনুষ্ঠিত হলো SHG ক্রেডিট ক্যাম্প। মূলত গ্রামের মধ্যে মহিলাদের আনন্দধারা প্রকল্পের অধীনে এনে স্বনির্ভর করার প্রয়াস প্রশাসনের।এই দিন প্রায় ৪৩০ টি মহিলা গোষ্ঠী উপস্থিত হয়েছিলেন,লোনের পরিমাণ দাঁড়িয়েছে ৪০০ কোটি টাকা।

মাননীয়া মুখ্যমন্ত্রীর উদ্যোগে আনন্দধারা প্রকল্পের মাধ্যমে গ্রামীণ মহিলারা স্বনির্ভর হওয়ার সুযোগ পাচ্ছেন।বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার প্রদ্যোৎ স্মৃতি সদনে,ডিআরডিসির তরফ থেকে আয়োজিত হলো SHG মেগা ক্রেডিট ক্যাম্প।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতি প্রতিভা রানী মাইতি,জেলা শাসক খুরশিদ আলী কাদরি,অতিরিক্ত জেলাশাসক,পঞ্চায়েত,শ্রীমতি মৌমিতা সাহা,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ গণ,ব্যাংকের প্রতিনিধিগণ এবং জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক বৃন্দ।অনুষ্ঠানের মঞ্চ থেকে জেলার বিভিন্ন প্রান্তের স্বনির্ভর গোষ্ঠীগুলির হাতে ব্যাংক লোনের অনুমোদনের ড্যামি চেক তুলে দেওয়া হয়।এইদিন মোট ৪৩০ টি স্বনির্ভর গোষ্ঠী উপস্থিত ছিলেন।

তথ্য পরিসংখ্যান অনুযায়ী জেলায় স্বনির্ভর গোষ্ঠীগুলি মোট ২৮৫ কোটি টাকার লোন পেয়েছে।অষ্টম পর্যায়ের দুয়ারে সরকারের পর লোনের পরিমাণ ৪০০ কোটি টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে।স্বনির্ভর গোষ্ঠীগুলির মধ্যে ১১ টি দল কুড়ি লক্ষ টাকা লোন নিতে সমর্থ্ হয়েছে।৮টি দল ১৮ লক্ষ টাকা লোন পেয়েছে।বাকি আরোও আটটি দল ১৫ লক্ষ টাকা লোন পেয়েছে।এছাড়াও অন্য তিনটি দল পেয়েছে ১২ লক্ষ টাকার লোন।মূলত আনন্দধারা প্রকল্পের মাধ্যমে জেলার মহিলারা স্বনির্ভর হওয়ার সুযোগ পাচ্ছেন।আগামী দিনে তারা স্বনির্ভর হওয়ার লক্ষ্যে আরো এগিয়ে যাবেন বলে আশা জেলা প্রশাসনের।


Share

dnews.in