Bamfront Michil:146 জন সাংসদ কে বহিষ্কারের বিরুদ্ধে সোচ্চার বামেরা! “বিরুদ্ধতার চাবুক হাতে তোলার ভাবনা”

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

সাসপেন্ড হওয়া সাংসদের হয়ে এবার সোচ্চার বামেরা।মেদিনীপুর জেলা শহর জুড়ে প্রতিবাদ মিছিল সেই সঙ্গে স্লোগান ওঠে কেন্দ্রের একছত্র স্বৈরতান্ত্রিকতার। এই মিছিলে নেতৃত্ব দিলেন জেলা সম্পাদক সুশান্ত ঘোষ সহ বিশিষ্ট বাম নেতৃত্ব।

একে একে ১৪৬ জন রাজ্য সভার ও লোকসভার সাংসদ কে বহিষ্কার করেছে কেন্দ্র।মূলত তাদের আচার-আচরণ, কুকথা এবং অঙ্গভঙ্গির জন্যই এই বহিষ্কার।এবার সেই ১৪৬ জন সাংসদের হয়ে প্রতিবাদে পথে নামলো জেলা বামফ্রন্ট।এদিন মেদিনীপুর জেলা বামেদের পক্ষ থেকে একটি সোচ্চার মিছিল করা হয়।যেখানে নেতৃত্ব দিয়েছিলেন সিপিআইএমের ডাকা বুকো নেতা সুশান্ত ঘোষ।এদিন এই মিছিলে স্লোগানই ছিল ‘বিরুদ্ধতার চাবুক,ওঠাও হাতে।এই মিছিলে জেলা সম্পাদক সুশান্ত ঘোষ ছাড়াও নেতৃত্ব দেন কুন্দন গোপ,বিজয় পাল,সারদা চক্রবর্তী,সহ শতাধিক বাম কর্মী নেতৃত্ব।মিছিলটি কলেজিয়েট স্কুলের কাছ থেকে শুরু হয়ে গোটা শহর পরিক্রমা করে।এই মিছিল থেকে কেন্দ্রের মোদি-অমিত শাহের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান তোলা হয়।স্লোগান ওঠে স্বৈরতান্ত্রিক ও স্বেচ্ছাচারের বিরুদ্ধে।


Share

dnews.in