Gold Shopping Festival 2023 : লোকাল সোনা দোকানিদের উৎসাহ দিতে “গোল্ড শপিং উৎসব”!ক্রেতা পেলেন এক লক্ষ টাকা

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

প্রতিদিন নতুন নতুন ব্র্যান্ডেড সোনা দোকানের উদ্বোধন হওয়ায় ব্যবসা হারাচ্ছে পুরনো দিনের সেই ছোটখাট সোনার দোকানিরা।আর সেই ব্যবসা কে পুনরায় পুনর্জীবিত করতে এবার “গোল্ড শপিং উৎসব ২০২৩ ” আয়োজন করল পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুয়েলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। প্রায় দশ হাজার কুপনে তিনজন প্রতিযোগী পেল এক লক্ষ,পঞ্চাশ হাজার ও ২৫ হাজার টাকা।এরই সঙ্গে সান্তনা প্রাইজ হিসেবে পেল ১০১ জন প্রতিযোগী। সংস্থার পক্ষ থেকে এই দিন বিজয়ী প্রতিযোগীদের প্রাইজ তুলে দেওয়া হল একটি রেস্টুরেন্টে।

গোল্ড শপিং ফেস্টিভ্যাল – ২০২৩

বড় বড় ব্র্যান্ডেড জুয়েলারি দোকানের দাপটে ব্যবসা হারাচ্ছে ছোট ছোট সোনা দোকানের ব্যবসা। আর সেই ব্যবসা কে উৎসাহ দিতে এবার “গোল্ড শপিং উৎসব” ২০২৩ নিয়ে এলো পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুয়েলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তারা মূলত এই ছোট বড় সোনা দোকানের ব্যবসা বাড়াতে এবং ক্রেতাদের উৎসাহ দিতেই এই উৎসবের আয়োজন করলো।এই উৎসবে নিয়মাবলী অনুসারে গত অক্টোবর থেকে নভেম্বর ১২ তারিখ অবধি এই খেলা চলে।গত নভেম্বরের ১৩ তারিখ এই খেলার ফলাফল ঘোষণা করা হয় সংস্থার পক্ষ থেকে। আর সেই খেলায় প্রথম হয়েছে মেদিনীপুরের ক্রেতা সুনন্দা ঘোষ, যিনি প্রাইজ হিসেবে পেলেন এক লক্ষ টাকা।দ্বিতীয় সন্তু পাল যিনি পেলেন ৫০ হাজার টাকা, তৃতীয় হয়েছে সৌভিক সেন যার প্রাইজের মূল্য ২৫ হাজার টাকা। এছাড়াও ১০১ জনকে দেওয়া হচ্ছে সান্তনা পুরস্কার।প্রসঙ্গত উল্লেখ্য ১০ হাজার কুপন ছাপানো হয়েছিল সংস্থা পক্ষ থেকে।যার মধ্যে ৭ হাজার বিক্রি হয়েছে এবং এই সংস্থার ৯৫ জন মেম্বার এর মধ্যে ৪৫ জন এই কুপন কিনেছিল যার মধ্যে তিনজনকে প্রথম দ্বিতীয় তৃতীয় হিসেবে বিজেতা হিসেবে ঘোষণা করা হয়েছে।

এছাড়াও ১০১ জনকে সান্তনা প্রাইজ দেওয়া হয়েছে।এদিন মেদিনীপুর শহরের একটি রেস্টুরেন্ট থেকে এই প্রাইজ গুলো তুলে দেওয়া হয় বিজয়ীদের।এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুয়েলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে সম্পাদক অর্চিস সাহা,শিলাদিত্য কালী,সভাপতি প্রসেনজিৎ সাহা, সহ-সভাপতি অলোক কুমার কামিল্যা ও সুকুমার পান্ডব।

এইদিন এই সংস্থার সম্পাদক অর্চিস সাহা বলেন এই প্রথম বছর এই ধরনের গোল্ড উৎসবের। মূলত বড় বড় ব্রান্ডের দোকান চলে আসায় ব্যবসা হারাচ্ছে ছোটখাটো এই সোনা দোকানিরা।তাই তাদের ব্যবসায় উৎসাহ দিতে আমাদের এই প্রয়াস। আগামী দিনে আমরা দুটো ইভেন্টে এই উৎসব আয়োজন করব। তবে বহু ক্রেতা এবং দোকানি উৎসাহিত হয়েছে এই গোল্ড শপিং উৎসবে।


Share

dnews.in