Vivekananda Birthday: ঝাড়গ্রামে পালিত হল স্বামী বিবেকানন্দের 162 তম জন্মজয়ন্তী

Share

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম :

গোটা দেশের সঙ্গে ঝাড়গ্রামে পালিত হলো স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মজয়ন্তী।পূর্নাবয়ব মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন জেলাশাসক,মহকুমা শাসক,পৌর আধিকারিক সহ বিশিষ্টজনেরা। জেলা শাসক সুনীল আগারওয়াল বললেন ওনার দৃষ্টিভঙ্গি আমাদের দেশ ব্যক্তি এবং সমাজর উন্নতি হতে পারে।

ঝাড়গ্রাম

ঝাড়গ্রাম শহরে পালিত হল স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মজয়ন্তী।শুক্রবার সকাল দশটার সময় শহরের পুরাতন ঝাড়গ্রামে সারদাপীঠ মোড়ে স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করেন ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়াল,ঝাড়গ্রাম সদরের মহকুমা শাসক শুভ্রজিৎ গুপ্ত, ঝাড়গ্রামের পৌরপ্রধান কবিতা ঘোষ,ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী বেদ পুরুষানন্দ,ঝাড়গ্রাম পৌরসভার বিভিন্ন কাউন্সিলরা সহ বিশিষ্টজনেরা।স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী প্রসঙ্গে ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়াল বলেন,আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন।আজকের দিনে আমরা সকলেই স্মরণ করি।ওনার যে দৃষ্টিভঙ্গি যে দর্শন তা যদি আমরা আমাদের জীবনে একটু মাত্র কাজে লাগাতে পারি তাহলে ব্যক্তি,সমাজ,পুরো জাতি সকলেরই উন্নতি কেউ আটকাতে পারবেন। তাছাড়া যেভাবে দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন।উনার চিন্তা ধারণায় আমরা যদি হাঁটতে পারি, তাই উনাকে স্মরণ করা”।


Share

dnews.in