নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
ভাঙ্গা পায়ে মাসের পর মাস পড়ে রয়েছেন অথচ অপারেশনের ডেট পাচ্ছেন না বৃদ্ধা। এই অবস্থায় আশঙ্কা ও আতঙ্কিত পরিবার।বাধ্য হয়ে জেলা শাসকের কাছে দরবার করলেন ছেলে।যদিও শেষ পর্যন্ত আশ্বাস মিলল জেলা শাসকের কাছে।এখন দেখার কবে অপারেশন হয় সেটাই দেখার।
পা ভাঙা অবস্থায় চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।কিন্তু দীর্ঘ একমাসের বেশী সময় ধরে হাসপাতালের বেডেই পড়ে রয়েছেন ৭০ বছরের বৃদ্ধা শতদল চক্রবর্ত্তী।বৃদ্ধার ছেলের অনুপ চক্রবর্তীর অভিযোগ,গত ৬ ই জানুয়ারি পা ভাঙা অবস্থায় তিনি তাঁর মাকে মেদিনীপুর মেডিক্যালে চিকিৎসার জন্য ভর্তি করেন।চিকিৎসক অপারেশনের কথা বললেও কবে অপারেশন করা হবে সেবিষয়ে কিছুই জানাচ্ছেন না।ফলে দীর্ঘ একমাসের বেশী সময় ধরে হাসপাতালের অর্থপেডিক ওয়ার্ডের বেডেই পড়ে রয়েছেন বছর ৭০ এর বৃদ্ধা।ফলত বেডে শুয়ে শুয়ে আরও বেশী অসুস্থ হয়ে পড়ছেন বৃদ্ধা।তার ছেলের দাবি দ্রুত অপারেশন হলে তিনি তার মাকে নিয়ে বাড়ি ফিরতে পারবেন।দীর্ঘ একমাস অপারেশনের ডেট না পেয়ে বৃদ্ধার ছেলে দ্বারস্থ হন পশ্চিম মেদিনীপুর জেলাশাসক দপ্তরে। যদিও এবিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহনের আশ্বাস পেয়েছেন তিনি জেলাশাসকের কাছ থেকে বলেও জানিয়েছেন বৃদ্ধার ছেলে অনুপ চক্রবর্তী।