নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
একসময় দু দশক ধরে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান, বিধায়ক তথা MKDA ছিলেন তৃণমূলের একনিষ্ঠ কর্মী মৃগের মাইতি।কিন্তু বার্ধক্য জনিত কারণে ৭৭ বছর বয়সেই তিনি মারা যান।আর মৃগেন মাইতির মারা যাওয়ায় শোকস্তব্ধ হয়ে পড়ে জেলা শহর। যদিও সে সময় মুখ্যমন্ত্রী খোদ দৌড়ে আসেন মৃগেন মাইতি কে শ্রদ্ধা জানাতে। তিনি মৃগেন মাইতি সম্পর্কে বলেছিলেন এমন আদর্শবান মানুষ পাওয়া যায় না।অবশেষে প্রয়াত সেই মৃগেন মাইতির মূর্তি বসল মেদিনীপুর শহরের ফেডারেশন হলের সামনে।গত শনিবার এই মূর্তি উদ্বোধন করেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া।