নিখোঁজ দেব! ঘাটালে বন্যা হলেই নিখোঁজ দেব! পোস্টারিং বিজেপির

Share

নিজস্ব প্রতিনিধি,ঘাটাল :

প্রতিবছরই বৃষ্টি হলেই ডুবে থাকে পশ্চিম মেদিনীপুরের শেষ প্রান্ত ঘাটাল সাব ডিভিশন। আর ২০১৪ সালে সাংসদ হওয়ার আগে থেকেই প্রতিশ্রুতি মাস্টার প্ল্যান রূপায়নে আশ্বাস দিয়ে আসছেন সাংসদ অভিনেতা দেব ওরফে দীপক অধিকারী। কিন্তু প্রতিবছরে মতন এবারেও বন্যায় বানভাসি এলাকা কিন্তু দেখা নেই সাংসদের।তাই বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে ঘাটালে করা হলো পোস্টারিং। পোস্টারে রয়েছে বর্তমান চলচ্চিত্র জগতের সুপারস্টার দেবের ছবি উপরে বড় বড় করে লেখা রয়েছে নিখোঁজ ঘাটালের সাংসদ।

মূলত নিম্নচাপের জেরে টানা বৃষ্টির ফলে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা প্লাবিত। তবে নতুন কিছু নয়।প্রতিবছরই ঘাটালে বন্যা পরিস্থিতি দেখা যায়। আর বন্যা এলেই তৃণমূল নামক রাজনৈতিক দল মাস্টার প্ল্যান নিয়ে রাজনীতি শুরু করে দেয়।যদিও ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটালবাসীর কাছে চোখ বন্ধ করে স্বপ্ন দেখার মত।যা কোনোভাবেই পূরণ হচ্ছে না।গতবারে বন্যার সময় ঘাটালের সাংসদ ঘাটালে এসেছিলেন বন্যা পরিদর্শনে এবং তিনি বলেছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হলে তবেই ঘাটালবাসীর আশা পূরণ হবে। এবছর আবারও বন্যা পরিস্থিতি দেখা গেছে। আর সেই বন্যা পরিস্থিতিতে ঘাটালের সাংসদ হয়ে ঘাটালের না আসায় বিজেপি যুব মোর্চা তৃণমূল সাংসদ দেবের বিরুদ্ধে ঘাটাল শহর জুড়ে নিখোঁজ পোস্টার দিল।


Share

dnews.in