নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
মেদিনীপুর পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত হলো নাটক।প্রদ্যুৎ স্মৃতি সদনে এই নাটক দেখতে হাজির হন অসংখ্য দর্শক। ১৯৭০-৮০ দশকের সেই ফেলে আসা স্মৃতিগুলি আরেকবার রোমন্থন হয়ে ওঠে দর্শকদের মধ্যে।এই নাটক আয়োজনে এবং মূল দায়িত্বে ছিল মেদিনীপুর পৌরসভা ও বিধায়িকা জুন মালিয়া। নাটকে অভিনয় করেন রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক।
একসময় বিনোদন বলতে বুঝাতো কেবলমাত্র নাটক আর যাত্রাপালা।আর সেই নাটক আর যাত্রাপালা দেখতে হাজির হতো হাজার হাজার মানুষ বিভিন্ন ফাঁকা ময়দান এবং নাটকের আসরে।এরপর আস্তে আস্তে অ্যান্ড্রয়েড যুগে হারিয়েছে সেই নাটক ও যাত্রাপালার ভবিষ্যৎ। বর্তমানে ওটিটি প্লাটফর্ম এবং সিনেমার যুগে মানুষ হয়েছে অনলাইন প্রেমী।যদিও এমন অবস্থায় নাটকের প্রতি অনুরাগ ব্যক্ত করে মেদিনীপুর পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ফেরারী ফৌজ”নামে একটি নাটক।এদিন জেলা পরিষদ প্রদ্যুৎ স্মৃতি সদনে এই নাটক মঞ্চস্থ করা হয়।এই নাটকে অভিনয় করেন অভিনেতা দেব সংকর হালদার ও রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক সহ অন্যান্যরা।প্রযোজনায় ছিল নৈহাটি নাট্য সমন্বয়।যদিও এই নাটকের মূল উদ্যোক্তাতাই ছিল মেদিনীপুর পৌরসভা ও বিধায়িকা জুন মালিয়া।এইদিন এই নাটক দেখতে হাজির হওয়া অসংখ্য দর্শক।তারা তাদের পুরানো দিনের সেই ফেলে আসা স্মৃতিগুলি তারিয়ে তারিয়ে উপভোগ করেন।