Pm Abash yojona House:প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেল জেলা ডেপুটি স্বাস্থ্য আধিকারিক,শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

“প্রিয় সিদ্ধার্থ দত্ত জি,প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবানের অধীনে বাড়ি নির্মাণের জন্য আন্তরিক অভিনন্দন”।প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পেল জেলার ডেপুটি স্বাস্থ্য আধিকারিক,যা ঘিরে শোরগোল জেলায়।এই নিয়ে সুর চড়িয়েছে বিজেপি।যদিও স্বাস্থ্য দপ্তর কিছুই জানেনা বলে মন্তব্য।

এ এক উলট পুরান ঘটলো জেলায়।যেখানে গরিব দুঃখী মানুষ আবাস যোজনার বাড়ি দিনের পর দিন না পেয়ে ভাড়া বাড়ি,স্কুল বাড়িতে দিন কাটাচ্ছেন সেখানে আবাস যোজনার বাড়ি পেলেও জেলার ডেপুটি স্বাস্থ্য আধিকারিক সিদ্ধার্থ দত্ত।শুধু বাড়ি তৈরি হলো তা নয় বাড়ি হওয়ার সঙ্গে সঙ্গে তাকে শুভেচ্ছা জানালেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,পাঠালেন চিঠি।যা ঘিরে চাঞ্চল্য ছড়ালো জেলায়।ঘটনা ক্রমে জানা যায় এদিন জেলার ডেপুটি CMOH সিদ্ধার্থ দত্তের মোবাইল একটি মেসেজ আসে।যে মেসেজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের প্যাডে লিখেছেন”প্রিয় সিদ্ধার্থ দত্ত জি,প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবানের অধীনে বাড়ি নির্মাণের জন্য আন্তরিক অভিনন্দন।এই বাড়িগুলি আপনার মত কোটি কোটি সুবিধা ভোগীদের জীবনে উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তি।অমৃত কালের সময় ভারতের নব নির্মাণে আপনার অবদান গুরুত্বপূর্ণ”।

আর এই লেটার কে ঘিরে জেলা জুড়ে চাঞ্চল্য।যদিও জেলার ডেপুটি CMOH সিদ্ধান্ত দত্ত বলেন তিনি বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না।একটা মেসেজ এসেছে এবং সেই মেসেজে লেখা রয়েছে তার বাড়ি হওয়ার শুভেচ্ছা বার্তা।যদিও এই ঘটনায় তড়িঘড়ি তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও জেলা স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন।যদিও স্বাস্থ্য আধিকারিক এর মতে এটা ভুল ভাবে হয়ে গিয়ে থাকতে পারে এবং তার অন্য লোকের মেসেজ আমাদের আধিকারিকের কাছে চলে আসতে পারে।তবে বাড়ি না হলে কি করে মেসেজ আসে তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।প্রশ্ন উঠছে অন্য কেউ তার নামে বাড়ি নিয়ে নেয় নি প্রধানমন্ত্রী কাছ থেকে! যদিও এই নিয়ে মুখে কুলুক সমস্ত দপ্তরের আধিকারিকদের।

যদিও এই নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।বিজেপি জেলা নেতা অরূপ দাস বলেন,যেখানে গরিব মানুষেরা ত্রিপল খাটিয়ে দিন কাটাচ্ছে সেখানে তৃণমূল নেতারা এই বাড়ি চুরি করছে।চুরি করা এদের নেশা।লজ্জা লাগে একজন স্বাস্থ্য আধিকারিকের নামে বাড়ি চুরি করেছে তৃণমূল। এটা তদন্ত হওয়া উচিত।


Share

dnews.in