Illegal House:বনদপ্তরের জায়গা ঘিরে অবৈধ বাড়ি!খবর পেয়ে সেই সব বাড়ি JCB দিয়ে গুঁড়িয়ে দিল প্রশাসন

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

অবশেষে এলাকাবাসীদের দাবি মতো মেদিনীপুর শহর লাগোয়া ২৪ ও ২৫ নং ওয়ার্ডের বৈশাখী পল্লীতে বন দপ্তরের জায়গা দখল করে নির্মাণ হওয়া ঘরবাড়ি ভাঙার কাজ শুরু করল বন দপ্তর।শনিবার বিকেলেই জবর দখলকারীদের এই মর্মে নোটিশ দেওয়া হয়েছিল বন দপ্তরের তরফে।রবিবার সকাল থেকে JCB দিয়ে বন দপ্তরের জায়গা দখল করে বসবাসকারীদের উচ্ছেদ প্রক্রিয়া শুরু হয়।বন দপ্তরের এই কাজে সহযোগিতা করছেন এলাকার মানুষেরাই।এদিন সকাল থেকে মাপজোক সহকারে জবর দখলকারীদের বাড়িঘর ভেঙে ফেলার কাজ শুরু হয়।

মূলত গোটা রাজ্যের সঙ্গে জেলায় এবং শহরেও সরকারি জায়গা দখলের অভিযোগ উঠছে বাইরের বেশ কিছু মানুষের বিরুদ্ধে।এরকমই বন দপ্তরের জায়গা দখল বেআইনিভাবে দখলের অভিযোগ উঠল মেদিনীপুর পৌরসভার ২৪ ও ২৫ নং ওয়ার্ডের রাঙ্গামাটির বৈশাখী পল্লী সংলগ্ন এলাকায়। বেশকিছু প্রোমোটারের সহযোগিতায় ফরেস্টের সেই জায়গা দখল করে রাতারাতি কংক্রিট বাড়ি তৈরি করেছে বেশ কিছু মানুষজন।আর তাতে ক্ষোভের আগুন ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়।যদি ওই খবর পাওয়া মাত্র অবশেষে সেই বাড়ি JCB দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিল ফরেস্টের আধিকারিকরা।তাদের বক্তব্য,বনদপ্তরের জায়গা ঘিরে অবৈধভাবে বাড়ি তৈরি করে কোনোভাবেই দখল করা যাবে না ফরেস্টের জায়গা।এইদিন পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে তাদের পাহারা রেখে সেসব বাড়ি ভেঙে দেওয়া হয়।

আর তাতেই এলাকায় তৈরি হয় চাঞ্চল্য।যদিও এই ঘটনায় স্বস্তির ছায়া সংশ্লিষ্ট এলাকায় এলাকাবাসীদের মধ্যে।তাদের বক্তব্য রাতের অন্ধকারে বেশ কিছু প্রোমোটার এই জায়গা গুলিকে অবৈধভাবে বিক্রি করেছে বাইরের লোকজনকে।তাই তারা রাতারাতি সেই জায়গা কে ঘিরে ঢালাই বাড়ি করে দোতালা বাড়ি বানিয়ে নিচ্ছে এবং জায়গা দখল করছে,যা ভেঙে দেওয়া একান্তই দরকার।


Share

dnews.in