Sristi Dance Academy: বসন্ত উৎসবের অনবদ্য ভূমিকা সৃষ্টি ড্যান্স একাডেমীর! এক ভাগ শান্তিনিকেতন পেল গোয়ালতোড়বাসী

Share

নিজস্ব প্রতিনিধি,গোয়ালতোড়:

বিশিষ্ট নৃত্যশিল্পী পায়েল পাত্রর উদ্যোগে প্রতিবছরের মত এই বছরও এক আড়ম্বরপূর্ন ঝলমলে বসন্ত উৎসব উদযাপন। এই উৎসবে মেতে উঠলো গোয়ালতোড়। যেন এক ভাগ “শান্তি নিকেতনকে” তুলে ধরলেন কয়েকশ ছাত্রছাত্রী ও নৃত্যশিল্পীরা। মূল ভাবনা ও উদ্যোগ সৃষ্টি ড্যান্স একাডেমী।

প্রসঙ্গত উল্লেখ্য, গত সোমবার ও মঙ্গলবার ছিল হোলি ও দোল পূর্ণিমা।ছোট বড় তরুণ তরুণী, বৃদ্ধ বয়স্ক সবার মনে রং রাঙিয়ে দিতেই এই বসন্ত উৎসব। আর এই দোল উৎসব উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটিকে উদযাপন করল গোয়ালতোড় এর সৃষ্টি ডান্স একাডেমি। এইদিন প্রায় চারশো ছাত্রছাত্রী, এলাকাবাসী ও বিশিষ্টজনদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সমগ্র গোয়ালতোড় শহর প্রদক্ষিণ করেন। পদযাত্রা শেষে হুমগড় মোড়ে সিধু কানু মূর্তিতে শ্রদ্ধা জানানো হয়।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ডাঃ জয়ন্ত কিশোর নন্দী, বিশিষ্ট কবি সাহিত্যিক ও শিক্ষক দেবীপ্রসাদ পাঁজা, বিশিষ্ট চিত্র শিল্পী অনির্বাণ পাল, বিশিষ্ট বাচিক শিল্পী পায়েল সামন্ত সহ আরো বহু গুণীজন। এই একাডেমীর ছাত্র-ছাত্রীসহ শিক্ষিকারা পরিবেশন করে বিভিন্ন ধরনের নৃত্য।

অনুষ্ঠান শুরুর পর্বে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার তার ভাষণে ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করেন। এরই পাশাপাশি সৃষ্টি ডান্স একাডেমীকে অভিনন্দিত করেন। আগামীতে সৃষ্টির আরো শ্রীবৃদ্ধি হোক এই কামনা করেন তিনি। বিশিষ্ট অতিথি দেবীপ্রসাদ পাঁজা বলেন এলাকার কচিকাঁচাদের মাঝে নৃত্যকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সৃষ্টি ড্যান্স একাডেমীর এক বিরাট ভূমিকা পালন করে চলেছে। এই অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনার পাশাপাশি সমস্ত ছাত্র-ছাত্রীদের উৎসাহ স্মারক ও সমস্ত বিভাগের প্রথম স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়।মুল অনুষ্ঠানে প্রায় চারশো জন ছাত্রছাত্রী তাদের নৃত্য প্রদর্শন করে ও কচিকাঁচারা মেতে উঠে আবির ও রঙের খেলায়। একে অপরকে রঙ লাগিয়ে প্রত্যেকে রঙিন হয়ে উঠে। অনুষ্ঠানের শেষ পর্বে একসঙ্গে সবাই পাত পেড়ে খাওয়া-দাওয়া চলে।

এই বিষয়ে সৃষ্টি ডান্স একাডেমীর প্রধান পায়েল পাত্র বলেন এইবছর মানুষের উৎসাহ উদ্দীপনা আমায় অভিভূত করেছে। আমরা আপ্লুত মানুষের এই ভালোবাসা পেয়ে।আমার তরফ থেকে কুর্নিশ সকল কে।প্রতিবছরের মত এইবছরেও আমরা সুষ্ঠ ভাবে বসন্ত উৎসব পালন করেছি। এইজন্য ছাত্রছাত্রী, এলাকাবাসী ও সমগ্র অভিভাবকদের ধন্যবাদ জানাই। আগামীতে আমরা আরও নতুন রূপে নতুন ভাবনায় গোয়ালতোড়ে বসন্ত উৎসব আয়োজন করতে চাই। এইদিন সুন্দর স্টেজ ও ডেকোরেশনকে সাজিয়ে তোলার জন্য শিল্পী অভিজিৎ পাত্রকে ধন্যবাদ জানানো একাডেমীর তরফ থেকে।


Share

dnews.in