নিজস্ব প্রতিনিধি,হুগলী:
মূলত এইদিন হুগলির বাঁশবেড়িয়া এলাকায় 17 নং ওয়ার্ডে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি একটি কর্মসূচি শেষ করে গাড়িতে করে অন্য একটি কর্মসূচিতে যাওয়ার সময় সেইখানে তাকে দেখে কালো পতাকাও গো ব্যাক স্লোগান দেয় কয়েক জন।এরই সঙ্গে লকেট চট্টোপাধ্যায়ের গাড়ির উপর হামলার ও অভিযোগ ওঠে।অভিযোগের তীর তৃণমূলের দিকে।
অভিযোগ তৃণমূলের বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান শিল্পী চট্টোপাধ্যায়ও এক কাউন্সিলর এই ঘটনা ঘটিয়েছে।তারাই লকেটের গাড়ি দেখে গো ব্যাক স্লোগান দেয়।যদিও এই ঘটনার অভিযোগ অস্বীকার তৃণমূলের।যদিও এ ঘটনার পরেই থানায় অভিযোগ করে এই বিজেপি প্রার্থী। তিনি এদিন বলেন আমি একটা কর্মসূচি সেরে গাড়িতে উঠে অন্য একটা কর্মসূচি যাচ্ছিলাম তখনই তৃণমূলের বেশ কয়েকজন দুষ্কৃতী আমার গাড়ি আটকায়,আমার গাড়িতে উঠতে চায়।আমার নিরাপত্তায় থাকা কর্মীরা তাদের সরিয়ে দিতে চাইলে তাদের সঙ্গে গন্ডগোলে জড়িয়ে পড়ে তারা। প্রায় 200-300 মিটার ধরে তারা আমার গাড়িতে ধাক্কাধাক্কি করে,আমাদের দলীয় পতাকা ছিঁড়ে ফেলে দেয়, আমার গাড়িতে উঠতে চাই,অসভ্য ভাষায় গালিগালাজ করে। আমরা বিষয়টা নিয়ে নির্বাচন কমিশনের পাশাপাশি পুলিশে অভিযোগ জানিয়েছি।