Ghatal MP:দশ বছর ধরে মিথ্যুক,হাঁটু ছেঁড়া সাংসদ কেন ঘাটাল মাস্টার প্ল্যান করেনি!সাংসদ দেবকে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী

Share

নিজস্ব প্রতিনিধি,ডেবরা:

অভিষেকের ঘাটাল মাস্টার প্ল্যানের প্রতিশ্রুতি নিয়ে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।এরই সঙ্গে তিনি ঘাটালের প্রাক্তন সাংসদ দীপক অধিকারীর বিরুদ্ধেও মন্তব্য করেন।তিনি বললেন জমি জটে আটকে ঘাটালের মাস্টার প্ল্যান।গত 10 বছর ধরে মিথ্যুক সাংসদ বোকা বানিয়েছেন ঘাটালের মানুষকে।

রবিবার ঘাটালের প্রাক্তন সাংসদ তথা বর্তমানে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে অভিনেতা দেবকে নিয়ে রোড শো এর আয়োজন করেছিল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।হেলিকপ্টার থেকে নেমে গাড়িতে করে দু কিলোমিটারের রোড শো করার পর তিনি গাড়ি থেকে বক্তব্য রাখেন।আর এই বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র সরকারের প্রতি কটাক্ষ করার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়ে বলেন আগামী 31 শে ডিসেম্বর থেকে ঘাটাল মাস্টার প্ল্যান এর কাজ শুরু হবে,কেন্দ্রীয় সাহায্য ছাড়াই।কেন্দ্রীয় সরকারের কাছে আর হাত পাতবে না রাজ্য সরকার।প্রায় 1500 কোটি টাকা দিয়ে এই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ বাস্তবায়িত করা হবে।অন্যদিকে এদিন ডেবরাতে শুভেন্দু অধিকারীর সাংবাদিক বৈঠকে ঘাটালের এই বিষয় সম্পর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন করা হলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,”এত বছর ধরে করেনি কেন।

তিনি এও বলেন মূলত জমি জটে আটকে রয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান।কারণ হিসেবে ব্যাখ্যা করেন জমি অধি গ্রহণের কাজ জেলা কালেক্টরেটের।যা রাজ্য সরকার করবে।সেই কাজ করে উঠতে পারেনি রাজ্য সরকার। কারণ ঘাটাল মাস্টার প্ল্যানের সংস্কার যেখান দিয়ে হবে তা জমিও অধিক গ্রহণের জটে আটকে আছে।কেন্দ্র সরকার টাকা নিয়ে বসেছিল।যার পঞ্চাশ পার্সেন্ট দেয় কেন্দ্র সরকার আর 50 পার্সেন্ট রাজ্য সরকার।কিন্তু জমি জটে ঘাটালের মাস্টার প্ল্যান হয়ে ওঠেনি।এরপর ঘাটালের প্রাক্তন সাংসদ দেব কে কটাক্ষ করতে গিয়ে শুভেন্দু বাবু বলেন এই প্রাক্তন সাংসদ তথা তৃণমূল প্রার্থী দীপক অধিকারী একজন মিথ্যুক সাংসদ।তিনি মজার সুরেই বলেন “হাঁটু ছেঁড়া সাংসদ”।তিনি একটু হাস্যকৌতুক সুরে বলেন,”আমার লজ্জা লাগে,কি করে ইফতার পার্টিতে এই হাঁটু ছেঁড়া সাংসদ যার টাকলু দেখা যাচ্ছে তাকে এলাউ করেছে মুসলিম সংখ্যালঘুরা।

পাশাপাশি তিনি ও বলেন দেব তার অকর্মণ্য ঢাকার জন্য এইসব বলে বেড়াচ্ছে। এরই পাশাপাশি অভিষেকের জিতেন তেওয়ারির সিসিটিভি ফুটেজ ফাঁস করার চ্যালেঞ্জ নিয়ে বলেন,”যে রেজিস্টার্ডটা ওনারা দেখিয়েছেন ওখানে আঠাশটা টাওয়ার রয়েছে।এই রেজিস্টারটাও হাতে বানানো হতে পারে।কারণ জিতেন তেওয়ারই আমাদের কলিগ ওর হাতের লেখা ওরকম না।তিনি দিন অভিষেককে চ্যালেঞ্জ করে বলেন,”ভোট ঘোষণা হওয়ার পর এই ধরনের সিসিটিভি ফুটেজ যদি থেকে থাকে তাহলে চ্যালেঞ্জ রইল প্রকাশ করার যদিও উল্টো ব্যাখ্যা দিয়ে তিনি বলেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে আলালের ঘরের দুলাল বা কয়লা ভাইপো বলে তার সঙ্গেও ক্যামাক স্ট্রিটে বর্তমান মুখ্য সচিবের,পুলিশ এবং ব্যুরোর বড় বড় অফিসারের বহু সিসিটিভি ফুটেজ রয়েছে সবার কাছে।


Share

dnews.in