Agnimitra’s New Year: নববর্ষের প্রথম দিনে কর্নগড়ে পূজো দিয়ে জঙ্গিমুক্ত রাজ্যের সঙ্গে পরিযায়ী শ্রমিক না হওয়ার প্রার্থনা করলেন বিজেপি প্রার্থীর

Share

নিজস্ব প্রতিনিধি,কর্ণগড়:

নববর্ষের সকালের মন্দিরে পুজো দিয়ে মা মহামায়া এর কাছে পরিযায়ী শ্রমিক না হওয়ার প্রার্থনা করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল।এরই সঙ্গে তিনি বললেন এ রাজ্যে জঙ্গী মুক্ত রাজ্য চাই।আমরা ইসরোর সাইন্টিস্ট তৈরি করব,জঙ্গি না।

আজ শুভ নববর্ষ।বাংলা বর্ষের প্রথম দিন আজ।শুধু নববর্ষ তা নয়,এরই সঙ্গেই নববর্ষ উপলক্ষে প্রত্যেককে শুভেচ্ছা জানানো,হালখাতা সহ নানা ধরনের অনুষ্ঠানে মগ্ন হয়ে পড়ে বাংলার বাঙালি।তবে এই নববর্ষের প্রাক্কালে মেদিনীপুর প্রচারে বেরিয়ে জঙ্গিমুক্ত রাজ্য দাবী জানালেন বিজেপি প্রার্থী।মূলত লোকসভা ভোটের যত এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচারের মাত্রা।এদিন নববর্ষের প্রাক্কালে মেদিনীপুর জেলার ভাদুতলার কর্ণগড়ে মা মহামায়া মন্দির উপস্থিত হন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল।তিনি মা মহামায়ার কাছে ভক্তিসহকারী পূজো দিয়ে পুজো দেন মায়ের কাছে প্রার্থনা করেন।এরপর এলাকায় চা চক্র সারেন।তারপরই তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং নববর্ষের শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি বলেন এই নববর্ষে প্রাক্কালে সবাইকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এই নববর্ষের।এরপর মায়ের কাছে প্রার্থনা করতে গিয়ে তিনি বললেন,”মায়ের কাছে প্রার্থনা করলাম,বললাম পশ্চিমবঙ্গে যেন শান্তি ফিরে আসে।এর সঙ্গে মায়ের কাছে প্রার্থনা করলাম যাতে পশ্চিমবঙ্গের ভাই-বোনদের পরিযায়ী শ্রমিকদের যেন বাইরে রাজ্যে গিয়ে কাজ না করতে হয়।এই রাজ্যে যেন মা-বোনদের কোন ভাবে লাঞ্ছিত না হতে হয় নতুন করে।তারই সঙ্গে তিনিই পশ্চিমবঙ্গে যাতে জঙ্গি আশ্রয় না দেয় জঙ্গি তৈরি না করে।তিনি দাবি করেন যে আজকে আমরা রাজ্যে ইসরোর সাইন্টিস্ট তৈরি করব কিন্তু জঙ্গি তৈরি করব না।

প্রসঙ্গত উল্লেখ্য বিজেপি প্রার্থী ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তার প্রচার জোরকদমে চালিয়ে যাচ্ছেন।একের পর এক তিনি মন্দিরে পুজো দিচ্ছেন,জনসংযোগ করছেন,মানুষের মধ্যে বার্তা দিচ্ছেন। এদিন সারাদিনের কর্মসূচি নিয়েই মেদিনীপুরে যাত্রা করেছিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল।এরপর তিনি বড় বাজারে ব্যবসায়ীদের সঙ্গে মিষ্টিমুখ,তারপর খড়গপুরে বিভিন্ন মন্দিরে পুজোসহ একাধিক কর্মসূচির কথা জানান।


Share

dnews.in