নিজস্ব প্রতিনিধি,গোপীবল্লভপুর:
গরম পড়তেই রক্তের সংকট চারিদিকে।এরই মধ্যে খবর আসে যে হাসপাতালে প্রয়োজন মুমূর্ষ রোগীর জন্য রক্তের আর সেই খবর পেয়ে ঝাঁপিয়ে পড়ল এই অর্গানাইজেশনের সদস্যরা।রোগী বাঁচাতে আশুই চকে মহৎ উদ্যোগ নিয়ে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্ত দিতে এগিয়ে এলেন 50 জন রক্তদাতা।
সম্প্রতি পড়েছে তীব্র গরম আর এই গরমেই হাহাকার বাড়ছে রক্তের।এই গরমে রক্তের সংকট দেখা দিয়েছে ব্লাড ব্যাংকে’এমন খবর পাওয়া মাত্রই রক্তদান শিবিরের আয়োজন করল স্বেচ্ছাসেবী সংগঠনের ‘ত্রিবেণী যুব জনকল্যান অর্গানাইজেশন’।মঙ্গলবার সংগঠনের উদ্যোগে গোপীবল্লভপুরের আশুই হাতিবাড়ি মোড়ে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এই শিবিরে রক্তদান করেন প্রায় পঞ্চাশ জন রক্তদাতা।রক্ত সংগ্রহ করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংক।
প্রসঙ্গত উল্লেখ্য,’ত্রিবেণী যুব জনকল্যান অর্গানাইজেশন’ পশ্চিমবঙ্গ,ঝাড়খন্ড ও উড়িষ্যা রাজ্যের সীমান্তবর্তী এলাকার একটি স্বেচ্ছাসেবী সংগঠন।বিভিন্ন সময়ে এই সংগঠন তিন রাজ্যের মানুষের সহায়তায় এগিয়ে আসে। অন্তঃরাজ্য সীমান্ত এলাকায় নাবালিকা বিবাহ রুখতে সংগঠনের উদ্যোগে প্রতি বছর গণ বিবাহের আয়োজন করা হয়।মূলত সংগঠনের কাছে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে খবর আসে রক্তের সংকটের কথা।সেই খবর পেয়ে মঙ্গলবার রক্তদান শিবিরের আয়োজন করে ত্রিবেণী যুব জনকল্যান অর্গানাইজেশন’।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিবেনী যুব জনকল্যাণ অর্গানাইজেশন সম্পাদক সনাতন দাস,বিশিষ্ট সমাজসেবী অনুপ কর,সুব্রত সিংহ,সুকুমার দাস,উজ্জ্বল দত্ত,তাপস রানা,সোমনাথ কর্মকার,সত্যকাম পট্টনায়েক,অনিমেষ সিংহ সহ অন্যান্য বিশিষ্ট সমাজসেবীরা।সংস্থার সম্পাদক সনাতন দাস বলেন,”আমাদের সংস্থা সবসময় দরিদ্র দুঃখী গরীব মানুষের জন্য খোলা আছে।আমাদের সদস্যরা এগিয়ে এসেছে এই মহৎ কাজে।আগামী দিনে প্রয়োজন হলে আমরা আবার সাহায্যের হাত বাড়িয়ে দেব।