নিজস্ব প্রতিনিধি,দাঁতন:
প্রথম দফার ভোট শুরুর মধ্যেই পদ্মে ভাঙন ধরলো।এবার জেলা কমিটি এবং কোর কমিটির সদস্য সেই সঙ্গে দু দুবার বিধানসভায় প্রার্থী হওয়া বিজেপি নেতা শক্তি নায়েক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন।যদিও এই ঘটনায় বিজেপি নেতৃত্ব জানালো তাদের এতে কিছু যায় আসে না।কারণ উনি বছরখানেক দলের কোন কাজ করেননি।ছেলেদের আপদে বিপদে দাঁড়ান নি।
ফের পদ্মে ভাঙ্গন।এবার ভোট মেটার আগেই এক বিজেপি নেতা যোগ দিলেন শাসক দলে।এরকমই ঘটনায় জল্পনা পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে।ঘটনা প্রসঙ্গে বলা যায় বিজেপি নেতা তথা এই শক্তি নায়েক বিজেপি থেকে গত 2021 সালের মেদিনীপুর 15 টি বিধানসভার অন্যতম বিধানসভার দাঁতন থেকে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছিলেন।তিনি লড়াই করেছিলেন তৎকালীন তৃণমূল প্রার্থী বিক্রমচন্দ্র প্রধানের বিরুদ্ধে।কিন্তু সেই বিধানসভার নির্বাচনে ব্যাপকভাবে ভরাডুবি ঘটে বিজেপির।জেলার 15 টি বিধানসভার মধ্যে দুটি বিধানসভাতে জয়ী হয় বিজেপি।বাকি13 টি বিধানসভায় বিজেপি হেরে যায়।যার মধ্যে ছিল জেলার বর্ডার সংলগ্ন এই দাঁতন বিধান সভা।যদিও বিজেপির বহু কর্মী সমর্থক ছিল তা সত্ত্বেও মাত্র 623 ভোটে পরাজিত হন এই বিজেপি প্রার্থী।এরপর 2024 এর লোকসভা নির্বাচনে উনি ভেবেছিলেন ওনাকে প্রার্থী করা হবে কিন্তু এর মধ্যে প্রার্থী করা হয়নি।সেই জায়গায় আসানসোল থেকে তুলে আনা হয়েছে বিজেপি মহিলা সভানেত্রী অগ্নিমিত্রা পলকে।এই ঘটনার কিছুদিন পরই তিনি এবার দল ছাড়লেন।সেই সঙ্গে তিনি যোগ দিলেন তৃণমূলে।এই শক্তি নায়েক ছিল বিজেপি জেলার কোর কমিটি এবং জেলা কমিটির সদস্য।
যদিও এই বিষয়ে বিজেপি জেলা মুখপত্র অরূপ দাস বলেন,”এই শক্তি নায়েক কে দল পরপর তিন বছর সুযোগ দিয়েছিল।উনি ভালো পদেও ছিলেন।কিন্তু 2021 সাল থেকে উনি এক বছর রাজনীতি এবং দলের সঙ্গে যুক্ত ছিলেন না।উনি ওনার ছেলেকে নিয়েই ব্যস্ত ছিলেন।প্রায় একবছর দলের কর্মীদের ও ছেলেদের পাশে দাঁড়াননি।তাই ওনার দলে থাকা না থাকা কোন যায় আসে না।
যদিও এ বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন বিজেপিতে যত তৃণমূল থেকে উচ্ছিষ্টভোগী নেতৃত্বরা গিয়ে দল চালাচ্ছে।যার জন্য আজকে বিজেপির দলের এই হাল।না হলে এই দুবার বিধান সভার প্রার্থী দল ছেড়ে চলে যায়।আসলে নব্য বিজেপি ও পুরানো বিজেপির মধ্যে দ্বন্দ্ব লেগেছে।তবে তৃণমূলে ওনাকে স্বাগত জানাই।