নিজস্ব প্রতিনিধি,খড়গপুর:
খড়গপুর শহরে এক স্ক্র্যাপ ব্যবসায়ীকে লক্ষ্য করে পরপর গুলি!চারটি গুলি পায়ে লাগে ঐ ব্যবসায়ীর।গুরুতর আহত অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজে রেফার করা হলো খড়গপুর মহকুমা হাসপাতাল থেকে।যদিও ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই এক ব্যবসায়ীকে আটক করে টাউন থানার পুলিশ। তাকে জেরা করে বাকিদের খোঁজের তল্লাশি শুরু হয়েছে।
খড়গপুর শহরের বাইরে ৬ নং জাতীয় সড়কের একটি বেসরকারি হোটেলে যখন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক বৈঠক করছেন ঠিক তখনই খড়গপুর শহরের রেল এলাকার আইমার কাছে এক স্ক্র্যাপ ব্যবসায়িকে লক্ষ্য করে পরপর গুলি চালালো দুষ্কৃতিরা।গুলিবিদ্ধ স্ক্র্যাপ ব্যবসায়ীর নাম নারায়ণ রাও,বাড়ি খড়গপুরের বাংলা সাইডে।আহত ব্যবসায়ীর ভাই জানিয়েছেন,তাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছে দুষ্কৃতিরা।চারটি গুলি তার পায়ে লেগেছে।তিনি আরও জানিয়েছেন,দুজন যুবক বাইকে করে এসেই আচমকাই তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয়।গুলিবিদ্ধ অবস্থায় নারায়ণ রাওকে প্রথমে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পরে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসার পর মেদিনীপুর মেডিক্যালে স্থানান্তর করা হয়।এত কড়া নিরাপত্তার মধ্যে দিনে দুপুরে কিভাবে সত্তর বছর বয়সী এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালালো দুষ্কৃতীরা,তা নিয়ে উঠছে প্রশ্ন।
তবে পুরো ঘটনার তদন্ত নেমে কয়েক ঘন্টার মধ্যেই সমু রাজভর নামে আর এক ক্র্যাপ ব্যবসায়ীকে পুলিশ আটক করে।এই ঘটনায় তাকে জেরা করে বাকিদের তল্লাশি শুরু করেছে পুলিশ।