নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
ভোটের মুখে প্রার্থীর ছবি সম্বলিত লিফলেট প্রকাশ করল জেলা তৃণমূল।মূলত ১৩ বছরে কি কি উন্নয়ন হয়েছে,কোন কোন প্রকল্পেসুবিধা পেয়েছে রাজ্যবাসী সেগুলি এই লিফলেটে তুলে ধরা হয়। পশ্চিম মেদিনীপুর জেলার দুই প্রার্থীকে যথাক্রমে জুন মালিয়াএবং কালিপদ সরেন কে জেতানোর আহ্বান জানান তারা।
এবার লোকসভা নির্বাচনে প্রচারের হাতিয়ার ১৩ বছরের তৃনমূল সরকারের উন্নয়নমূলক প্রকল্পের লিফলেট প্রকাশ করা হল মঙ্গলবার।এদিন মেদিনীপুর শহরে জেলা তৃণমূল ও জেলা যুব তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে রাজ্যের তৃণমূল সরকারের গত ১৩ বছরে সাধারন মানুষের জন্য যে সমস্ত জনমুখী প্রকল্প চালু করা হয়েছে,সেই সমস্ত প্রকল্প সহ মেদিনীপুর ও ঝাড়গ্রাম লোকসভার তৃণমূল প্রার্থীদের ছবি সম্বলিত লিফলেট প্রকাশ করা হল।একই সাথে বিজেপি সাধারন মানুষের জন্য কি করেছে,তারও উদাহরণ তুলে ধরে কটাক্ষ করা হয় তৃনমূলের পক্ষ থেকে।এই অনুষ্ঠানে তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরা,জেলা যুব তৃণমূল সভাপতি নির্মাল্য চক্রবর্ত্তী,প্রদ্যুৎ ঘোষ,তৃণমূল জেলা যুব সহ সভাপতি আবির আগরওয়াল সহ অন্যান্যদের উপস্থিতিতে আগামী লোকসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া ও ঝাড়গ্রাম লোকসভার প্রার্থী কালীপদ সরেনকে জয়ী করার আহবান জানানো হয়।