নিজস্ব প্রতিনিধি,গড়বেতা:
ঝাড়গ্রাম লোকসভার তৃণমূল প্রার্থী কালীপদ সরেনের হয়ে প্রচারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মঞ্চে জেলা সভাপতি,মন্ত্রীরা থাকাকালীন তিনি কটাক্ষ করলেন বিজেপি সিপিএম এবং কংগ্রেসকে।তিনি বললেন হিন্দু ধর্মকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি।যেখানে আসল হিন্দু ধর্মকে অপমান অসম্মান করা হয়েছে।
এইদিন নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী নির্বাচনী সভা করতে পিংলার পর গড়বেতায় ছুটে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন তিনি তার চপারে করে পিংলা সভা করার পর দুপুর নাগাদ পৌঁছান গড়বেতার হাই স্কুল মাঠের মঞ্চে।সেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি শুধু বিজেপি নয়,সেই সঙ্গে সিপিএম কংগ্রেসকেও তীব্র ভাষায় কটাক্ষ করেন।তিনি বলেন বিজেপির এখন দুটো চোখ রাম বাম আর শ্যাম।রাম মানে বিজেপি বাম সিপিএম আর শ্যাম মানে কংগ্রেস।এই তিনটি দল এখন তৃণমূলের পেছনে লাগে,সারাক্ষণ গালাগালি দিয়ে বেড়ায়।এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন একজন এখন প্রচারে বেরিয়েছে।যার বিজ্ঞাপন সকালে দুপুরে খেতে খেতে দেখতে হয় আমাদের।এরই সঙ্গে কটাক্ষ করে বলেন,”কেউ মাছ,মাংস খাবেন না,কেউ ডিম খাবেন না।তারপরও তারা অভিযোগ করে মাছ মাংস খাওয়ার।এরপর ধর্ম নিয়ে কটাক্ষ করতে গিয়ে বলেন আমাদের মেয়েরা নীলষষ্ঠী বার করে,উপোস করে,নানা রকম ধর্মীয় রীতিনীতি পালন করে কিন্তু বিজেপির মতন ধর্মের নামে দুরাচার কেউ করি না,দুর্ব্যবহার করি না,আপনারা হিন্দু ধর্মটাকে ঘুরিয়ে দিয়েছেন।আসল হিন্দুধর্মের অপমান এবং অসম্মান করেছেন আপনারা।
আপনাদের ধর্ম পাশবিকতার ধর্ম।এরপর বিজেপির ধর্ম নিয়ে রাজনীতি করা প্রসঙ্গে তিনি বলেন বিজেপি কোন ধর্মকে সম্মান করেনি।কোন ধর্মই মানে না।আমরা যেভাবে সকল ধর্মের সম্মান করি সকল মন্দির মসজিদে গিয়ে তার ধর্মীয় কাজকর্ম করি।
প্রসঙ্গত উল্লেখ্য মুখ্যমন্ত্রী তিনদিনের সফরে শেষ করে তিনি জেলা থেকে ফিরে যান।এই দিনের গড়বেতা সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ছিলেন প্রার্থী কালীপদ সরেন,মন্ত্রী শ্রীকান্ত মাহাতো,বীরবাহা হাঁসদা,জেলা সভাপতি সুজয় হাজরা,প্রাক্তন জেলা সভাধিপতি উত্তরা সিংহ হাজরা,প্রাক্তন যুব সভাপতি সন্দীপ সিংস সহ অন্যান্যরা।