Distribution of Syrup: তীব্র গরমে তৃষ্ণার্ত মানুষে এর পাশে সাংবাদিকরা!পঞ্চুরচক জলসত্র থেকে শরবত বিতরণ

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

তীব্র দাবদাহে জলসত্রের আয়োজন মেদিনীপুরের সাংবাদিকদের।ব্যস্তবহুল শহরের পঞ্চুর চকে ঠান্ডা পানীয় তুলে দেওয়া হল সাধারণ মানুষের উদ্দেশ্যে ছাত্র-ছাত্রী,টোটো,অটো,বাস,ট্রাক্টর, মারুতি ড্রাইভাররা সেই রঙিন শরবত খেয়ে তৃষ্ণার্ত নিবারণ করেন।

সাংবাদিকদের জলদান

তীব্র দাবদাহ বেড়েই চলছে আর সেই দাবদাহে পুড়ছে জনজীবন।ইতিমধ্যে আবহাওয়া দপ্তর আগামী ২৮ ও ২৯ সে এপ্রিল তীব্র তাপমাত্রার হুঁশিয়ারিও দিয়েছে।এরই সঙ্গে সতর্ক ও সচেতন করেছে জনমানসে,যাতে তারা কোনরকম এই তীব্র দাবদাহে প্রয়োজনীয় কাজ ছাড়া না বেরোয়।অন্যদিকে এই তীব্র দাবদাহে একটু হাঁটতে গিয়ে জল কষ্টে ভুগছেন টোটো,অটো,ট্রাক,বাস সহ রিকশা পুলার ভাইয়েরা।গরমে হাঁপিয়ে উঠছে পথ চলতি মানুষসহ ছাত্র-ছাত্রীরাএবার তাদের পাশে দাঁড়ালো মেদিনীপুরের সাংবাদিকরা।এদিন মেদিনীপুর শহরের কলেজ সংলগ্ন পঞ্চুর চকে দীর্ঘদিন ধরে আড্ডা মারা সাংবাদিকরা তারা একটি জলসত্র এর আয়োজন করেছিল।রীতিমতো টেবিল পেতে সেই জলসত্র থেকে শরবত বিতরণ করা হলো পথ চলতি মানুষজনের উদ্দেশ্যে।

রাস্তায় যাতায়াতকারী টোটো,অটো,ট্রাক,বাস সহ পথ চলতি মানুষদেরকে এই সুস্বাদু পানীয় তুলে দেওয়া হয়।শুধু এক গ্লাস খেয়েই নয় অনেকে তিন চার গ্লাস খেয়ে তৃষ্ণার্ত নিবারণ করেন।এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় অভিষেক চক্রবর্তী,শোভন দাস,চম্পক দত্ত,শেখ ওয়ারেস,সুনীল দাস,শেখ ওবায়দুল সহ স্থানীয়রা।এদিন কয়েক ঘণ্টায় প্রায় হাজারখানেক এই রঙিন ঠান্ডা শরবত তুলে দেওয়া হয় পথ চলতি মানুষদের।অনেকেই এই উদ্যোগকে সাধুবাদ জানান,অনেকেই ছবি তোলেন।

এ বিষয়ে উদ্যোক্তারা বলেন মানুষের পাশে থাকাই আমাদের কর্তব্য।এই গরমে মানুষ যাতে তৃষ্ণার্ত হয়ে জল না পাই সেই বিষয়ে সকলের উচিত খেয়াল রাখা।আগামী দিনে এই ধরনের কর্মসূচি করতে আমরা বদ্ধপরিকর।


Share

dnews.in