Dharma lalbag Problem:শিশু ও বয়স্কদের মধ্যে রোগ ছড়াচ্ছে,আমরা নিশ্বাস নিতে পারছি না!ডাম্পিং গ্রাউন্ডের ধোঁয়ায় অতিষ্ঠ ধর্মা বাসী অভিযোগ জানিয়েও রেহাই পাচ্ছে না

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

শুধু ধোঁয়া আর ধোঁয়া আর সে ধোঁয়ায় অতিষ্ঠ হয়ে উঠেছে ধর্মা এলাকার মানুষজন।এরই সঙ্গে রোগের প্রকোপ বাড়ছে শিশু থেকে বয়স্কদের মধ্যে।বাড়িয়ে জানলা খোলা দায়।জানলা খুললেই নোংরা অ্যাস যুক্ত ধোঁয়া ঢুকে যাচ্ছে বাড়িতে।এই অবস্থায় জেলাশাসক পৌরসভা এরই সঙ্গে মুখ্যমন্ত্রী কে চিঠি দিয়ে ফেলেছেন তারা সমস্যা সমাধানে।তাতেও সমাধান হয়নি।তাই বাধ্য হয়ে এক প্রস্থ মেদিনীপুর পৌরসভার সঙ্গে দেখা করলেন প্রতিনিধিরা।যদিও পৌরসভা খতিয়ে দেখার আশ্বাস দেয় এই দিন।

ধোঁয়ায় আচ্ছন্ন ধর্মা

মেদিনীপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড সংলগ্ন রয়েছে রামকৃষ্ণ নগর, বিবেকানন্দ নগর,ধর্মা,মাদারটেরেজা পল্লী,সম্প্রীতি নগর, সেনাপতি কমপ্লেক্স,শ্রীকৃষ্ণ পল্লী,আজাদ নগর সহ বারটি কলোনি।এই ১২ টি কলোনিতে বসবাস ১৬০০ পরিবারের।এরই মধ্যে রয়েছে ডাম্পিং গ্রাউন্ড পৌরসভার।প্রতিদিন লক্ষ লক্ষ মেট্রিক টন নোংরা ফেলা হচ্ছে এই ডাম্পিং গাউন্ডে এর নাম দেওয়া হয়েছে লালবাগ।কথা হয়েছিল এখানে যন্ত্রের দ্বারা নষ্ট হওয়া প্লাস্টিককে পুনরায় ব্যবহারযোগ্য গড়ে তোলা হবে।এর দ্বারা পরিবেশ দূষিত হবে না আর অন্যদিকে নষ্ট হওয়া নোংরা প্লাস্টিক গুলোকে রিসাইকেল করে পুনরায় ব্যবহার যোগ্য করে গড়ে তোলা হবে।কিন্তু তার কাজও অধরা।বর্তমানে সমস্যা হলে এই বৃহৎ গ্রাউন্ডের প্লাস্টিকে প্রতিদিনই কোনো না কোনো কারণে আগুন লেগে ধোঁয়ায় ঢেকে যাচ্ছে এলাকা।যে ধোঁয়ায় এলাকার মানুষটা অতিষ্ঠ হয়ে উঠেছে।অসুস্থ হচ্ছে বাচ্চা থেকে বয়স্করা।যদি বিষয় নিয়ে পৌরসভা,জেলার জেলা শাসক এবং শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানিয়েছে এলাকার মানুষজন।তাতেও সমস্যার সমাধান হয়নি।

সকাল থেকে আগুন ধরা শুরু হয় সন্ধ্যেবেলায় পুরো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা।এই নোংরা,অ্যাস যুক্ত ধোঁয়ার ভয়ে দরজা খুলে রাখতে পারে না এলাকার মানুষরা।এবার তার পার্মানেন্ট সমাধানের এর জন্য তারা দরবার জানালো মেদিনীপুর পৌরসভাতে।তারা এক প্রস্থ আলোচনা করলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খানের সঙ্গে।যদিও এইদিন সব শোনার পর চেয়ারম্যান তাদের আশ্বস্ত করেন।তবে এলাকার মানুষরা আশায় রয়েছেন কবে সমাধান হবে তাদের সমস্যার।যদিও এই সমস্যা নিয়ে গড়ে ওঠা ধর্মা ময়লা খাদান উচ্ছেদ কমিটির সদস্যদের বক্তব্য এই সমস্যার সমাধান হলে না হলে আগামী দিনে তারা রাস্তা অবরোধ করে বৃহত্তর আন্দোলনে নামবে।

যদিও এ বিষয়ে এলাকার মানুষ দিলীপ মাইতি,পল্লব সিংহ রা বলেন আমরা প্রতিদিন আস্তে আস্তে মরছি।এই গ্রাউন্ডের আগুনের ধোঁয়ায় ঢেকে যায় গোটা আমাদের এলাকা।বাড়িতে নোংরা যুক্ত ধোঁয়া ঢুকে পড়ে।যার ফলে বয়স্ক থেকে শিশু পর্যন্ত সবাই অসুস্থ।বাড়ির দরজা-জানলা পর্যন্ত আমরা খুলতে পারি না এই তীব্র দাবদাহে।আমরা চাই এর পার্মানেন্ট সমস্যার সমাধান।

অন্যদিকে পৌরসভা চেয়ারম্যান সৌমেন এই সমস্যা দীর্ঘ ১০০ বছরের।তবে এই আগুন লেগে যে ধোঁয়া সৃষ্টি হয় সেই ধোঁয়া নেভাতে আমরা তৎপর।মেদিনীপুর পৌরসভা ও ফায়ার বিগ্রেড থেকে আগুন নেভানোর জন্য মাঝে মাঝেই আমরা ব্যবস্থা গ্রহণ করি।


Share

dnews.in